মালদা, 1 অক্টোবর : পুজোর পর করোনা সংক্রমণ বাড়বাড়ন্ত হতে পারে ৷ সেই আশঙ্কায় এখন থেকেই তৎপর স্বাস্থ্য দফতর । বিশেষত রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে শিশুদের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের কাজ ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে । রাজ্যের কয়েকটি মেডিক্যাল এবং কলকাতার একটি হাসপাতালকে শিশু চিকিৎসায় উৎকর্ষ কেন্দ্র হিসাবেও গড়ে তোলা হচ্ছে । তার মধ্যে রয়েছে মালদা মেডিক্যালও । কিন্তু মেডিক্যালে একসঙ্গে অনেক শিশু ভর্তি হলে তার প্রভাব পড়তে পারে চিকিৎসা পরিষেবায় । তাই এই জেলার গ্রামীণ হাসপাতালগুলির সঙ্গে কিছু স্বাস্থ্যকেন্দ্রকেও তৈরি রাখছে জেলা স্বাস্থ্য বিভাগ । এমনটাই জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল বন্দ্যোপাধ্যায় ।
তিনি বলেন, "জ্বর ও অন্যান্য রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে আমরা বিশেষ অফিসার নিয়োগ করেছি । সব্যসাচী চক্রবর্তী চাইল্ড অফিসার হিসাবে কাজ করছেন । আমরাও মালদা মেডিক্যাল-সহ সব জায়গায় শিশুদের চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখছি ৷ মালদা মেডিক্যালে জ্বর-সহ অন্যান্য উপসর্গে কয়েকটি শিশুর মৃত্যু হয়েছে । কিন্তু এর সঙ্গে কোভিডের সরাসরি কোনও সম্পর্ক নেই । গত তিন মাসে ছ’মাস থেকে 12 বছর বয়সী 119টিরও বেশি বাচ্চা পোস্ট কোভিড সিনড্রোম নিয়ে ভর্তি হয়েছিল । তার মধ্যে একজন অন্য কারণে মারা গিয়েছিল । বাকিরা সব সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । সরকারি ব্যবস্থাপনায় তাদের খুব ভাল চিকিৎসা হচ্ছে । অনেক দামি ইনজেকশনও তাদের দেওয়া হচ্ছে । এভাবেই কোভিড সংক্রান্ত সংক্রমণজনিত রোগ থেকে তাদের বাঁচানো যাচ্ছে । এখনও পর্যন্ত এসব উপসর্গ নিয়ে চারটি শিশু ভর্তি রয়েছে । এরা মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম বা এমআইএসসিতে আক্রান্ত (Multisystem Inflammatory Syndrome in Children) ।"
আরও পড়ুন :Child Malutrition: শিশু অপুষ্টিতে প্রথমসারিতে মালদা, সচেতনতা ক্যাম্প কেন্দ্রের