পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাতের কলকাতায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু যুবকের, গুরুতর জখম মা - কলকাতায় অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু

তিলজলায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম যুবকের বৃদ্ধা মা।

man died in fire in Kolkata
কলকাতা

By

Published : May 15, 2020, 10:57 PM IST

কলকাতা, 15 মে: রাতের কলকাতায় বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। অগ্নিদগ্ধ হলেন ওই যুবকের মা-ও। কী কারণে বাড়িতে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

তিলজলা থানা এলাকার রাইচরণ ঘোষ লেনের ঘটনা । এলাকার একটি চারতলা বাড়ির উপরের তলায় বৃদ্ধা মা-কে নিয়ে থাকতেন যুবক রাজেন্দর সাউ (36)। গতকাল গভীর রাতে যখন তাঁরা ঘুমিয়ে ছিলেন, সেই সময় সেখানে আগুন লাগে। প্রতিবেশীদের বক্তব্য, রাত দেড়টা নাগাদ তাঁরা আগুন দেখতে পান। বুঝতে কিছুটা সময় লাগলেও তাঁরাই সক্রিয় হয়ে আগুন নেভান। খবর দেওয়া হয়নি দমকল বিভাগে। এরপর রাজেন্দর সাউ ও তাঁর মা শান্তি সাউকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন প্রতিবেশীরাই। তাঁরা জখম মা ও ছেলেকে দ্রুত নিয়ে গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করেন। সেখানকার চিকিৎসকেরা জানান, যুবক রাজেন্দর সাউয়ের অবস্থা সংকটজনক। তাঁর শরীরের নব্বই শতাংশ পুড়ে গিয়েছে। অন্যদিকে শান্তি সাউয়ের শরীরের 22 শতাংশ পুড়ে গিয়েছে বলে জানানো হয় হাসপাতালের তরফে।

শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ মৃত্যু হয় রাজেন্দর সাউয়ের। যুবকের মায়ের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details