কলকাতা, 5 মার্চ : ফের মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা ৷ আজ সকাল সাড়ে দশটা নাগাদ গীতাঞ্জলি মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবতি ৷ যার জেরে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল ৷
মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে যুবতির আত্মহত্যার চেষ্টা - কলকাতা মেট্রো
গীতাঞ্জলি মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবতি ৷
ছবি
মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে খবর, ওই যুবতি ট্রেনের সামনে ঝাঁপ দেন ৷ তা দেখে তড়িঘড়ি তৎপর হন কর্তব্যরত RPF ও মেট্রোকর্মীরা ৷ তাঁরা উদ্ধার করেন যুবতিকে । মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যুবতির আঘাত গুরুতর নয় । তাঁকে কলকাতার এক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
এদিকে যুবতির আত্মহত্যার চেষ্টার কারণে প্রায় তিন মিনিট বন্ধ থাকে মেট্রো রেল পরিষেবা ৷ পরে তা স্বাভাবিক হয় ৷
Last Updated : Mar 5, 2020, 12:45 PM IST