কলকাতা, 11 জুন : সময়টা 2017 সালের শেষদিক ৷ তখন সবেমাত্র বিজেপিতে যোগদান করেছেন মুকুল রায় ৷ রোজই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদগার করছেন ৷ সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মুকুল রায়ের পুরনো কিছু বক্তব্য ৷ যেখানে তিনি নানা অভিযোগে ভারতীয় জনতা পার্টি ও ওই দলের নেতাদের বিদ্ধ করেছিলেন ৷ প্রশ্ন উঠেছিল, তাহলে কি বিজেপিতে যোগ দিয়ে পুরনো অভিযোগ সব ভুলে গেলেন মুকুল রায় ?
এবার দলের নাম বদলে গিয়েছে ৷ বিজেপির জায়গায় এসেছে তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু প্রশ্নটা একই আছে ৷ পুরনো অভিযোগ কি সব ভুলে গেলেন মুকুল রায় ? কারণ, বিজেপিতে থাকাকালীন গত আড়াই বছরে তৃণমূলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন মুকুল রায় ৷
আরও পড়ুন :ফিরলেন বটে! তৃণমূলে ব্রাত্য হয়েই কিন্তু বিজেপিতে গিয়েছিলেন মুকুল রায়
এখন প্রশ্ন উঠছে, কোনটা তাঁর মনের কথা ছিল ? কোন অভিযোগগুলি তিনি মন থেকে করেছিলেন ? একবার এই দল আবার অন্য দল, যখন যেখানে থাকবেন, তখন অন্য দলের সমালোচনা করবেন, এটাই কি তাহলে তাঁর আদর্শ ? আর সেই সূত্রেই প্রাসঙ্গিক হয়ে উঠছে যে এই দলবদলু মুকুল রায়কে কি তৃণমূল কর্মীরা মেনে নেবেন ? তাঁর মতো অনেক দলবদলুতে রয়েছেন, যাঁরা হয়তো অদূর ভবিষ্যতে তৃণমূলে আসবেন এবং ভোটেও লড়বেন ৷ সাধারণ মানুষ তাঁদের আর বিশ্বাস করবেন তো ? নাকি দলবদলের এই ধারা দেখে রাজ্যের মানুষ বুঝে গিয়েছেন রাজনীতি আসলে সুবিধাবাদের জায়গা ৷