পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দুই দলের তৎপরতায় ফের মুকুলকে নিয়ে মুকুলিত জল্পনা - Abhishek Banerjee

করোনায় আক্রান্ত মুকুল রায়ের স্ত্রীকে দেখতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তার পর সেখানে গেলেন দিলীপ ঘোষ ৷ মুকুলকে ফোন করলেন মোদি ৷ তাঁকে ঘিরে কেন এত তৎপর বিজেপি ও তৃণমূল ?

বিজেপি-তৃণমূল টানাপোড়েনে নতুন সংযোজন কি মুকুল-ফ্যাক্টর ?
বিজেপি-তৃণমূল টানাপোড়েনে নতুন সংযোজন কি মুকুল-ফ্যাক্টর ?

By

Published : Jun 3, 2021, 5:51 PM IST

Updated : Jun 4, 2021, 12:29 PM IST

কলকাতা, 3 জুন : বঙ্গ-রাজনীতির চাণক্য ৷ তৃণমূলে থাকাকালীন এই তকমাই সেঁটে গিয়েছিল মুকুল রায়ের নামের সঙ্গে ৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা বলতেন, তৃণমূলের সাফল্যের অন্যতম কান্ডারি ছিলেন তিনি ৷ একেবারে বুথস্তর পর্যন্ত কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল ৷

2017 সালের সেপ্টেম্বর থেকে মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তনী ৷ মাসখানেক দলহীন থাকার পর তিনি বিজেপির সঙ্গে রয়েছেন ৷ সময়ের সঙ্গে সঙ্গে তাঁর গুরুত্বও বেড়েছে গেরুয়া শিবিরে ৷ এখন তিনি দলের জাতীয় স্তরে অন্যতম সহ-সভাপতি ৷

কিন্তু সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর মুকুল রায়কে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল ৷ তাঁর মতো ‘চাণক্য’ থাকা সত্ত্বেও কীভাবে এই ফল হল, সেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷ তার উপর ভোটের ফল প্রকাশের পর থেকে একেবারে নীরবই রয়েছেন মুকুল রায় ৷ ফলে একই সঙ্গে এই প্রশ্নও উঠছিল যে তাহলে কি বিজেপিতে মুকুল রায়ের গুরুত্ব কমতে শুরু করেছে ?

আরও পড়ুন :মুকুল-জায়াকে দেখতে হাসপাতালে অভিষেক, শুভ্রাংশুর সঙ্গে কথা

কিন্তু বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল, যে পরিস্থিতি তৈরি হল রাজ্যে তাতে মুকুলকে ঘিরে কয়েকটি প্রশ্ন মুকুলিত হয়ে উঠল ৷ মুকুল রায় কি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চলেছেন ? তাঁকে দলে ধরে রাখতে কি মরিয়া বিজেপি ? নাকি সামগ্রিক বিষয়টির মধ্যে রয়েছে শুধু সৌজন্য ?

এই প্রশ্নের উত্তরের সন্ধান করার আগে উল্লেখ করা যাক এই প্রশ্নগুলি কেন উঠছে ৷ কারণ, বুধবার সন্ধ্যায় আচমকা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে হাজির হয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সেখানে করোনায় আক্রান্ত মুকুল রায়ের স্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলেন ৷ সূত্রের খবর, সেখানেই তাঁর সঙ্গে মুকুল-পুত্র শুভ্রাংশুর দেখা হয় ৷ কথাও হয় ৷ অভিষেক চলে যাওয়ার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেখানে হাজির হন ৷ বৃহস্পতিবার সকালে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেন মুকুল রায়কে ৷ আর এখান থেকেই ওই প্রশ্নগুলি উঠছে ৷ যদিও মুকুল জানিয়েছেন, অভিষেকের দেখা করার পিছনে কোনও রাজনীতি নেই ৷

আরও পড়ুন :মুকুল-জায়ার খোঁজ নিতে মোদির ফোন, কথা হল প্রায় মিনিট দুয়েক

রাজনৈতিক পর্যবেক্ষক শান্তনু সান্যাল অবশ্য মনে করেন যে, এখনই মুকুল রায়ের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের সম্ভাবনা কম ৷ কারণ, ফিরলেও তৃণমূলে মুকুল আগের আগের সেই জায়গা পাবেন না । তবে তিনি এর সঙ্গে যোগ করেছেন, ‘‘একই সঙ্গে এই কথাও বলছি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না ৷’’

তাহলে অভিষেক মুকুল-পত্নীকে দেখতে যাওয়ার পরই কেন বিজেপি নেতাদের এই নিয়ে তৎপরতা বাড়ল ? বিজেপির একটি সূত্র বলছে, এটা নেহাতই সৌজন্য৷ মুকুল রায়ের দলের গুরুত্বপূর্ণ নেতা ৷ সেই কারণেই প্রধানমন্ত্রী নিজে ফোন করে গোটা বিষয়টির খোঁজ নিয়েছেন ৷

এই প্রসঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষক শান্তনু সান্যালের বক্তব্য, ‘‘এই কথাটা ঠিক যে ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি যেভাবে মুকুল রায়কে ব্যবহার করেছিল, ২০২১ এর বিধাসভা নির্বাচনে তাঁকে সেভাবে ব্যবহার করেনি ৷ আবার এই কথাটাও ঠিক যে ২০১৯ সালে বিজেপি যে ভালো ফল করেছিল রাজ্যে, ২০২১ এ তার ধারে কাছেও যেতে পারেনি গেরুয়া শিবির ।’’

আরও পড়ুন :সৌমেন্দুকে তৃণমূলে ফেরাতে মমতাকে ফোন ? কী বলছেন শান্তিকুঞ্জের অভিভাবক

শান্তনুবাবুর মতে, এই দুই নির্বাচনের ফলাফলের ফারাক থেকে এটা পরিষ্কার যে মুকুল রায় একটা ফ্যাক্টর । তাই এখন তাঁকে নিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, দুই তরফেই তৎপরতা বাড়ছে ।

Last Updated : Jun 4, 2021, 12:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details