কলকাতা, 4 মে: ফের বৃষ্টিতে ভিজল মহানগরী ৷ ভোর থেকেই কলকাতার আকাশ অন্ধকার হয়ে রয়েছে । সাতসকালে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি নামে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৷ আজ ও আগামিকাল রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
মাঝেমধ্যেই শোনা গিয়েছে মেঘের গর্জন । অন্ধকার আকাশে ফুটে উঠেছে বিদ্যুতের ঝলকানি । আজ সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে । উত্তরেও বেশকিছু জেলায় চলছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও আগামিকাল রাজ্যজুড়ে সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে ঝড়ের সময় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে ।
হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ৷
আরও পড়ুন:বাঙালিকে নিয়ে সমস্যা ছিল ব্রিটিশদেরও, জয় নিয়ে মহুয়ার টুইটে এলগিনের কথা
আজ কলকাতায় সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.3 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 14.7 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷