কলকাতা, 3 নভেম্বর : শীতের আমেজ বেড়েছে দক্ষিণবঙ্গে । সকাল থেকেই তা অনুভূত হতে শুরু করছে রোজই । দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তো তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে ৷ কলকাতাতেও তাপমাত্রা স্বাভাবিকের নিচে ।
হেমন্তের হাত ধরে কি তাহলে শীত চলেই এল ? আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের কাঁটা সরে যেতেই বিনাবাধায় উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করছে রাজ্যে । শীতের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । আগামী কয়েকদিন আবহাওয়া এই রকমই থাকবে ।
তাছাড়া আবহাওয়া দফতর জানিয়েছে, রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে । ফলে রাতে ও সকালের দিকে শীতের আমেজ বেশি থাকবে । সকালে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে । তখন শীতের আমেজ কমে আসবে । শুষ্ক আবহাওয়া থাকবে ।
তারা আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর তুলনায় পশ্চিমের জেলাগুলোতে শীতের আমেজ বেশি থাকবে । বাঁকুড়া-পুরুলিয়ায় একটু বেশি শীত অনুভূত হবে । চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা আরও পতনের সম্ভাবনা রয়েছে ।