কলকাতা, 30 ডিসেম্বর : রাজ্যে আবার ক্রমবর্ধমান কোভিড গ্রাফ । পরিস্থিতি যাতে নাগালের বাইরে না চলে যায় তাই আগেভাগেই সতর্ক হল রাজ্য সরকার । নবান্নের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী মাসের 3 তারিখের পর থেকে ব্রিটেন থেকে আসা কোনও বিমান কলকাতা বিমানবন্দরে নামতে দেওয়া হবে না (West Bengal suspends UK flights to Kolkata) । বৃহস্পতিবার এই মর্মে একটি চিঠি কেন্দ্রকে পাঠিয়েছে নবান্ন । চিঠিতে অসামরিক বিমান মন্ত্রকের কাছে ব্রিটেন থেকে কলকাতাগামী বিমানের উড়ান বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে ।
একইসঙ্গে এদিন নবান্নের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিদেশ থেকে কেউ কলকাতা বিমানবন্দরে এলেই তাঁর আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হবে ।
গঙ্গাসাগরের দাঁড়িয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সংক্রমণ বৃদ্ধির জন্য ব্রিটেন থেকে আসা বিমানকেই দায়ী করেছিলেন । সে সময় তিনি জানিয়েছিলেন, এই ব্রিটেন থেকে আসা বিমান নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ভাবনাচিন্তা চলছে ।