পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal Corona Update : টানা 5 দিন দৈনিক সংক্রমণ সাড়ে সাতশোর উপর

গত 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন 760 জন ৷ শনিবার সংখ্যাটি ছিল 776 ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 11 জনের ৷

West Bengal Corona Update
West Bengal Corona Update

By

Published : Oct 10, 2021, 8:42 PM IST

কলকাতা, 10 অক্টোবর : শনিবারের মতো রবিবারও রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ সাড়ে সাতশোর বেশিই থাকল ৷ তবে আগের দিনের তুলনায় কমেছে তা ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 760 জন ৷ শনিবার এবং শুক্রবার এই সংখ্যাটি ছিল যথাক্রমে 776 এবং 784 জন ৷ 6 অক্টোবর থেকে অর্থাৎ টানা পাঁচদিন রাজ্যের দৈনিক সংক্রমণ সাড়ে সাতশোর উপর রয়েছে ৷

গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু ঘটেছে 11 জনের ৷ শনিবার এবং শুক্রবার মৃত্যুর সংখ্যা ছিল যথাক্রমে 12 এবং 6 ৷ এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 905 জনের ৷

আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 76 হাজার 337 জন ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 734 জন ৷ সব মিলিয়ে করোনা থেকে সেরে উঠেছেন 15 লাখ 49 হাজার 783 জন ৷ এখন সক্রিয় রোগীর সংখ্যা 7 হাজার 649 জন ৷

রবিবার 35 হাজার 398 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ এদিন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 85 লাখ 7 হাজার 359 জনের ৷ রবিবার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 11 লাখ 64 হাজার 919 জন আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 1 লাখ 87 হাজার 724 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 4 কোটি 62 লাখ 42 হাজার 594 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট 1 কোটি 79 লাখ 17 হাজার 289 জন ৷

গত 24 ঘণ্টায় কলকাতায় 2 জনের এবং উত্তর 24 পরগনায় 4 জনের মৃত্যু হয়েছে ৷ এছাড়াও কোচবিহার, বীরভূম ও হুগলিতে একজন করে এবং নদিয়ায় 2 জনের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন : Durga Puja Security : আদালত ও সরকারের নির্দেশ মানা হচ্ছে কি? খতিয়ে দেখলেন পুলিশ সুপার

ABOUT THE AUTHOR

...view details