পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal Corona Update : রাজ্যে সামান্য বাড়ল সংক্রমণ, একধাক্কায় মৃত্যু বেড়ে 15

রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 33 হাজার 128 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 217 জনের ।

s
s

By

Published : Aug 7, 2021, 8:17 PM IST

কলকাতা, 7 অগস্ট : বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 749 জন । গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যাটা ছিল 717 । এইসঙ্গে বাড়ল মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 15 জনের । গতকাল সংখ্যাটা ছিল 9 ।

রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 33 হাজার 128 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 217 জনের । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ । এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 791 জন । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.64 শতাংশ । বৃহস্পতিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত 24 ঘণ্টায় সংক্রমিত 66 এবং উত্তর 24 পরগনায় 97 জন । জেলাগুলির মধ্যে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে মুর্শিদাবাদে ৷ গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে 2 জন ৷

আরও পড়ুন : Kolkata Vaccination : ভাঁড়ার শূন্য, কলকাতা পৌরনিগম এলাকায় কোভিশিল্ড টিকাকরণ বন্ধ

বিধিনিষেধ 15 অগাস্ট পর্যন্ত বাড়ানো হলেও গোটা দেশের মতোই রাজ্যেও অনিয়ম চোখে পড়ছে ৷ এই পরিস্থিতিতে করোনার তৃতীয় ঢেউ নিয়ে রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক ৷ সামনেই উৎসবের মরশুম ৷ সেই সময় যাতে করে বিধিভঙ্গ না হয় সেই বিষয়েও রাজ্যকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ তবে মোটের উপরে এখনও অবধি সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে রাজ্যে ৷

ABOUT THE AUTHOR

...view details