কলকাতা, 5 জানুয়ারি : রাজস্থান ও কেরালার পর পশ্চিমবঙ্গেও যাতে বার্ড ফ্লু-র আতঙ্ক ছড়িয়ে না পড়ে তার জন্য তৎপর রাজ্য সরকার। আজ প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নজরে রাখার নির্দেশ দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
রাজস্থানের পর কেরালাতেও বার্ড ফ্লুর লক্ষণ দেখা দিয়েছে। ইতিমধ্যেই কেরালা সরকার জানিয়েছে, নেনদুর অঞ্চলে মারা গিয়েছে 1500-এর বেশি হাঁস। কয়েকদিনের সব মিলিয়ে মৃত্যু হয়েছে 12 হাজার পাখির। রাজস্থান ও কেরালার এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ সরকারও। যাতে করে এ-রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়ে না পড়ে তার জন্য আগেভাগেই উদ্যোগ নিচ্ছে রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর।
এ প্রসঙ্গে আজ ইটিভি ভারতকে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "বার্ড ফ্লু যাতে না হয় তার জন্য সারা বছর ধরে আমাদের ব্যবস্থা নেওয়া হয়। পোল্টি ফার্মে এই ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও আজকেও আমাদের যে অফিসারেরা রয়েছেন, তাঁদের সঙ্গে বৈঠক করছি। বলেছি সব নজরে রাখুন এবং সব জায়গায় বার্তা পৌঁছে দিন।"