পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আগামিকাল থেকে বঙ্গে কি শুরু হবে 18 বছরের ঊর্ধ্বদের করোনার টিকাকরণ, রাজ্যের নির্দেশিকা ঘিরে প্রশ্ন

18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণের কর্মসূচি ভ্যাকসিন উপলব্ধ হওয়ার পর চালু হবে । এই নিয়ে যথাসময়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে ৷

আগামিকাল থেকে বঙ্গে কি শুরু হবে 18 বছরের ঊর্ধ্বদের করোনার টিকাকরণ, রাজ্যের নির্দেশিকা ঘিরে প্রশ্ন
আগামিকাল থেকে বঙ্গে কি শুরু হবে 18 বছরের ঊর্ধ্বদের করোনার টিকাকরণ, রাজ্যের নির্দেশিকা ঘিরে প্রশ্ন

By

Published : Apr 30, 2021, 6:39 PM IST

Updated : Apr 30, 2021, 6:56 PM IST

কলকাতা, 30 এপ্রিল : কেন্দ্রীয় সরকারের নির্দেশ মে মাসের প্রথম দিন থেকেই শুরু করতে হবে 18 বছরের ঊর্ধ্বের ব্যক্তিদের করোনার টিকাকরণ ৷ কিন্তু নির্ধারিত সেই দিন অর্থাৎ আগামিকাল থেকে পশ্চিমবঙ্গে কি সেই টিকাকরণ শুরু হবে ? রাজ্য সরকারের নির্দেশ ঘিরে এমনই ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটি নির্দেশ দেওয়া হয়৷ সেই নির্দশে জানানো হয়েছে যে আগামিকাল 1 মে থেকে স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন কর্মী এবং 45 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের করোনার টিকাকরণের কাজ যেমন চলছে, তেমন চলবে ৷ দ্বিতীয় ডোজ যাঁদের বাকি, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে ৷

রাজ্যের নির্দেশিকা

এমনকী, প্রথম দফায় বেসরকারি কোনও হাসপাতাল থেকে ভ্যাকসিন নিয়ে থাকলে পরের দফায় সরকারি কেন্দ্র থেকে ভ্যাকসিন নেওয়া যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে ৷

একই সঙ্গে জানানো হয়েছে যে 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণের কর্মসূচি ভ্যাকসিন উপলব্ধ হওয়ার পর চালু হবে । এই নিয়ে যথাসময়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে ৷

রাজ্যের নির্দেশিকা

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ? সরকারি সূত্রের খবর, পয়লা মে থেকে যেহেতু সমস্ত 18 ঊর্ধ্ব নাগরিকের টিকাকরণ শুরু হবে, তাই বিশৃংখলার সম্ভাবনা রয়েছে । কিন্তু কোথাও যাতে এই বিশৃঙ্খলা তৈরি না হয় সেই জন্য সাধারণ মানুষকে জানানো হল ভ্যাকসিনের যোগান অনুসারে 18 ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া হবে । তবে যেহেতু 45 ঊর্ধ্বরা ইতিমধ্যেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে । তাই আগে তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে । তারপর ধাপে ধাপে বাকিদের টিকাকরণ ৷

আরও পড়ুন :আংশিক লকডাউনের পথে রাজ্য, জারি নয়া নির্দেশিকা

একই সঙ্গে সরকারের তরফে জানা গিয়েছে যে রাজ্য সরকার কেন্দ্রকে করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করার কথা বলেছে, যাতে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই টিকাকরণের কাজ করা যায় ৷ 2 কোটি ভ্যাকসিন চাওয়া হয়েছে 18-45 বছর বয়সী নাগরিকদের টিকা দেওয়ার জন্য ৷ ওই টিকায় এই বয়স সীমার মধ্যে 1 কোটি মানুষ টিকা পাবেন ৷ আর বেসরকারি হাসপাতাল থেকে 50 লক্ষ মানুষকে টিকা দেওয়ার জন্য 1 কোটি ডোজ চাওয়া হয়েছে ৷

Last Updated : Apr 30, 2021, 6:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details