পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durga Puja : কোভিড বিধি মেনে পুজোতে সায় রাজ্য সরকারের

কোভিড বিধি মেনে এবারেও দুর্গাপুজো করতে হবে ৷ মঙ্গলবার পুজো কমিটির সঙ্গে বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কমিটিগুলিকে এবারও 50 হাজার টাকা করে দেবে রাজ্য সরকার ৷ বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷

west bengal government decided to give 50000 rupees to each durgapuja committee
Durga Puja : এবারও দুর্গাপুজো কমিটিগুলিকে 50 হাজার টাকা করে দেবে মমতার সরকার

By

Published : Sep 7, 2021, 5:18 PM IST

Updated : Sep 7, 2021, 5:40 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : এবারেও কোভিড বিধি মেনে দুর্গাপুজো করতে হবে ৷ মঙ্গলবার পুজো কমিটির (Durga Puja Committee) সঙ্গে বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷পাশাপাশি পুজো কমিটিগুলিকে এবারও 50 হাজার টাকা করে দেবে রাজ্য সরকার (West Bengal Government) ৷ বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷

এদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই বৈঠক হয় ৷ বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনি জানান, নির্বাচন থাকলে কিছু নিয়ম মানতে হয় ৷ ভোটের পর করলে অনেক দেরি হয়ে যাবে ৷ তাই অনুমতি নিয়েই এই বৈঠক ৷

আরও পড়ুন :Suvendu Adhikari : শুভেন্দুকে রক্ষাকবচ ! সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্যের

প্রসঙ্গত, ভবানীপুরে উপনির্বাচনের (Bhawanipur By Election) দিন ঘোষণা করা হয়েছে ৷ তাছাড়া রাজ্যের দু’টি আসনে ভোটের ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে ৷ তাই লাগু হয়েছে নির্বাচনী আচরণবিধি ৷ তাই এই সময় নতুন করে কোনও ঘোষণা যে সম্ভব নয়, তা বিলক্ষণ জানেন মুখ্যমন্ত্রী ৷

তাই তিনি জানান, আগেরবারের মতো কোভিড প্রোটোকল মেনে করা হবে ৷ গতবার সরকার যা যা সাহায্য করেছিল, তাই করবে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন যে দুর্গাপুজো কমিটিগুলিকে 50 হাজার টাকা করে সাহায্য করা হয় ৷ সেই সাহায্যও এবারও করা হবে ৷ সেটাই স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন :School Service Commission: স্কুল সার্ভিস কমিশনের উপর কোনও ভরসা নেই, ক্ষোভে মামলা থেকে সরলেন বিচারপতি

করোনা পরিস্থিতির জন্য এখন রাজ্যে নাইট কারফিউ চলছে ৷ তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন ৷ তিনি জানান, নাইট কারফিউয়ের বিষয়টি ভেবে দেখা হবে ৷ আগেরবার ছাড় ছিল ৷ এই নিয়ে ভোটের পর সিদ্ধান্ত নেওয়া হবে ৷

একই সঙ্গে তিনি জানান, 18 অক্টোবর দুর্গাপুজো কার্নিভাল হবে কি না, তা পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তার আগের দিন পর্যন্ত বিসর্জন চলবে ৷ তাঁর দাবি, দুর্গাপুজো বিশ্বের এক নম্বর উৎসব ৷ তাই ইউনেস্কোর কাছে দুর্গাপুজোকে কালচালার হেরিটেজ হিসেবে ঘোষণার আবেদন করা হয়েছে ৷

আরও পড়ুন :Kalyan Banerjee : পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে না-পারায় তৃণমূলের ক্ষতি হয়েছিল, মন্তব্য কল্যাণের

Last Updated : Sep 7, 2021, 5:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details