কলকাতা, 25 জুন : বন্যপ্রাণী সংরক্ষণ এবং কাঠ পাচার রুখতে এবার বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য বন দফতর (Forest Department)। রাজ্য বনরক্ষী বাহিনীর হাতে এবার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তুলে দিতে চলেছে রাজ্য বন দফতর । সাড়ে 8 কোটি টাকা ব্যয়ে বনরক্ষী বাহিনীর পরিকাঠামো বৃদ্ধিতে অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি দেওয়া হচ্ছে গাড়ি, মোটরবাইক, ও অত্যাধুনিক মোবাইল ফোন । উত্তরবঙ্গের জঙ্গল, সুন্দরবনের বন্যপ্রাণী সম্বলিত এলাকার পাশাপাশি, দক্ষিণবঙ্গের জঙ্গলের ক্ষেত্রেও এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বন দফতর সূত্রে খবর ।
গভীর জঙ্গলে নজরদারির ক্ষেত্রে ড্রোন (Drone) দেওয়ার পরিকল্পনাও রয়েছে বন দফতরের । বর্তমানে বনকর্মীদের হাতে থাকে 12 বোর পিস্তল (12 bore Pistol) এবং রাইফেল (Rifle) । এর ফলে অনেক সময়ই অত্যাধুনিক অস্ত্র হাতে থাকা চোরাশিকারিদের আটকাতে বেগ পেতে হয় তাঁদের । সেকারণে পাম্প অ্যাকশন গান (Pump action gun), নাইন এমএম পিস্তল (9mm Pistol), এসএলআরের (SLR) মতো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বনকর্মীদের হাতে তুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বন দফতর ।
এর জন্য ইতিমধ্যেই স্বরাষ্ট্র দফতরের কাছে প্রয়োজনীয় অনুমতি চাওয়া হয়েছে বলে খবর । রাজ্যের বন দফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বন ও কর্মীদের অত্যাধুনিক অস্ত্র সহ আধুনিক পরিকাঠামো সরবরাহ করার চিন্তাভাবনা করা হচ্ছিল । বর্তমান পরিস্থিতিতে সেই ভাবনা বাস্তবে রূপায়িত করা হচ্ছে । প্রথমে সুন্দরবন, গরুমারা, জলদাপাড়া নেওরাভ্যালি এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পে যে সমস্ত বনকর্মীরা কর্তব্যরত আছেন তাঁদের হাতে তুলে দেওয়া হবে অত্যাধুনিক অস্ত্র । এরপরে অন্যান্য জায়গার বনকর্মীদের হাতেও ধাপে ধাপে এগুলি তুলে দেওয়া হবে ।