পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal DGP : সম্ভাব্য ডিজিপি তালিকায় সুমনবালা সাহু, প্রথম মহিলা মহানির্দেশক পেতে পারে বাংলা - Suman Bala sahoo

পশ্চিমবঙ্গ প্রথম মহিলা ডিজিপি হিসাবে পেতে পারে আইপিএস সুমনবালা সাহুকে (Suman Bala sahoo) ৷ অগস্টেই অবসর নেবেন বর্তমান ডিজিপি বীরেন্দ্র ৷ রাজ্যের তরফে 11 জন আইপিএসের নাম দিয়ে সম্ভাব্য ডিজিপি তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রে ৷ তাতেই নাম রয়েছে সুমনবালার ৷

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডিজিপি হতে পারেন আইপিএস সুমন বালা সাহু ৷
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডিজিপি হতে পারেন আইপিএস সুমন বালা সাহু ৷

By

Published : Jul 25, 2021, 4:41 PM IST

কলকাতা, 25 জুলাই : পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অধীনেই প্রথম মহিলা ডিজিপি পেতে পারে রাজ্য । যদি এমনটি ঘটে, তবে 1987 ব্যাচের আইপিএস সুমনবালা সাহু (Suman Bala sahoo) হবেন বাংলার নতুন ডিজিপি হবেন । বাংলা সরকার নতুন আইজিপি-র জন্য 11 আইপিএস কর্তার একটি তালিকা কেন্দ্রে পাঠিয়েছে ৷ তাতে রয়েছে সুমনবালার নামও ।

রাজ্যের বর্তমান ডিজিপি বীরেন্দ্র অগস্টে অবসর নেবেন । তাঁর উত্তরসূরি নির্বাচন করতে আমলাতান্ত্রিক কার্যক্রম শুরু হয়েছে । রাজ্য সচিবালয় সূত্রে জানা গিয়েছে, মহিলা আইপিএস সুমনবালা-সহ মোট 11 জন প্রবীণ আইপিএসের নাম রাজ্যের ডিজিপি পদে প্রস্তাবিত হয়েছে । সেই থেকে জল্পনা চলছে, রাজ্য প্রথম মহিলা ডিজিপি পেতে পারে ।

যদিও তাঁর নাম তালিকার চার নম্বরে রয়েছে, তবু 1987 ব্যাচের আইপিএস সুমনবালা সাহু রাজ্যের ডিজি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে । রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা ৷ সেক্ষেত্রে একজন মহিলা আইপিএসকে ডিজি হিসাবে বেছে নেওয়া হলে রাজ্য প্রশাসনে নতুন নজির তৈরি হবে ।

পিএমও-র অধীন কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ (Department of Personnel & Training- DOPT) আইপিএস এবং আইএএস অফিসার নিয়োগের দায়িত্বে রয়েছে । কোনও রাজ্যের ডিজিপি হিসাবে আইপিএস অফিসার নিয়োগের জন্য পিএমও-র অনুমোদনের প্রয়োজন । পরম্পরা অনুযায়ী, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার থেকে পাঠানো নামগুলি অনুমোদন করে ৷ তবে এবার কেন্দ্রীয় সরকার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission- UPSC) দ্বারা শীর্ষ পদে কাউকে নিয়োগ দেওয়ার আগে কর্মকর্তাদের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের দায়িত্ব নিয়েছে ৷

তাৎপর্যপূর্ণ বিষয়, সোমবার পাঁচ দিনের সফরে দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 28 জুলাই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গেও দেখা করবেন । তাঁকে পিএমও-র সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে । মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন ৷

রাজ্য সচিবালয়ের সূত্র থেকে জানা গিয়েছ, ইতিমধ্যে 11 জনের একটি তালিকা কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে । তবে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে আশঙ্কা করা হচ্ছে যে আলাপান বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) নিয়ে চলা সংঘাতের পর ডিজিপির নিয়োগ রাজনৈতিক মোড় নিতে পারে । 1986 ব্যাচের আইপিএস মনোজ মালব্যের ডিজিপি হওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত যোগ্যতা রয়েছে । রাজ্যের তালিকায় প্রথম পছন্দ তিনিই ৷ সিবিআই (CBI) এবং সিএপিএফ (Central Armed Police Forces- CAPF) -এর কেন্দ্রীয় ডেপুটেশনের ট্র্যাক রেকর্ড-সহ এই ব্যতিক্রমী কর্মকর্তা বর্তমানে ডিজি (সংস্থা) ।

তালিকার দ্বিতীয় হলেন কুলদীপ সিং ৷ তিনি বর্তমানে ডিজি (সিআরপিএফ) পদে রয়েছেন । পরের সারিতে আছেন মন্ত্রিপরিষদ সচিবালয়ের বর্তমান যুগ্মসচিব শশীভূষণ সিং তোমর, চতুর্থ স্থানে রয়েছেন ডিজি (যোগাযোগ) সুমনবালা সাহু । পি নীরজনয়নের নাম পঞ্চম স্থানে রয়েছে । গত বিধানসভা নির্বাচনের সময় পি নীরজনয়নকে বীরেন্দ্রের জায়গায় ডিজিপি করা হয়েছিল ৷ কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে তাঁকে অপসারণ করে বীরেন্দ্রকে পুনরায় পদে বহাল করা হয় ।

বাংলার আগামী পুলিশ মহানির্দেশকদের এই তালিকায় এই বছর যাঁরা অবসর নিতে যাচ্ছেন এমন আইপিএসের নামও অন্তর্ভুক্ত রয়েছে । যেমন 1988 ব্যাচের আইপিএস অফিসার গঙ্গেশ্বর সিংহের নামও এই তালিকায় রয়েছে । তালিকায় এমন নামও রয়েছে, যাঁরা অতিরিক্ত মহানির্দেশক (এডিজি) পদে আছেন । তবে তাঁরা এখনও পদোন্নতি পাননি ।

আরও পড়ুন : বীরেন্দ্রর পুনর্বহালে আপত্তি, মমতাকে ট্যাগ করে টুইট রাজ্যপালের

ABOUT THE AUTHOR

...view details