কলকাতা, 22 ফেব্রুয়ারি :কোভিড-19 একটু একটু করে বাড়ছে। তাই, হাসপাতালে ভর্তি থাকা বিস্ফোরণে জখম রোগীরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, তার জন্য তাঁদের কাছে অন্যদের বেশি না যাওয়ার জন্য অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকালে এসএসকেএম হাসপাতালে এসে এমনই বললেন তিনি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রী জাকির হোসেনকে ট্রমা কেয়ার সেন্টার থেকে আজ উডবার্ন ব্লকে স্থানান্তর করা হবে।
নিমতিতা রেল স্টেশনে বোমা বিস্ফোরণে জখম রাজ্যের মন্ত্রী জাকির হোসেন সহ 14 জনের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। সোমবার বিকালে এই ট্রমা কেয়ার সেন্টারে আসেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, "জাকির হোসেনের দুটি সার্জারি হয়ে গিয়েছে। আজ জাকিরকে উডবার্ন ব্লকে দেওয়া হবে।"
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বলেন, "জাকিরকে যাঁরা দেখাশোনা করছেন বা, এখানে যাঁরা মুর্শিদাবাদের রোগীরা ভর্তি আছেন, তাঁদেরকে যেন ছোঁয়া না হয়। যেহেতু কোভিড একটু একটু করে বাড়ছে, রোগীদের কাছে বেশি না যাওয়ার জন্য সবাইকে বলব। রোগীরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেটা দেখা দরকার।"
আরও পড়ুন :হাসপাতাল চত্বরের গাছতলায় প্রসব, মা ও ছেলে সুস্থ
ওই বোমা বিস্ফোরণে জখম এক বালকের-ও চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, "9-10 বছরের বাচ্চা ছেলেটি ওর মায়ের কাছে যেতে চাইছে। ওর মাথায় চোট লেগেছে। এখন স্টেবল আছে। আরও একটু ভালো হয়ে গেলে জেনারেল বেডে ওর মায়ের কাছে দেওয়া হবে।" মেট্রো রেল সংক্রান্ত বিষয়ে এদিন মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে, এই বিষয়ে হাসপাতালে তিনি কিছু বলবেন না বলে জানান।