পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা পরিস্থিতিতে সেপ্টেম্বরে বসতে পারে বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশন - assembly session

সংবিধান অনুযায়ী ছ'মাসে একবার বিধানসভার অধিবেশন বসা বাধ্যতামূলক । তাই 16 সেপ্টেম্বরের আগে দু'দিনের জন্য অধিবেশন ডাকবেন বিধানসভার অধ্যক্ষ ।

west bengal assenbly session september
সেপ্টেম্বরে বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশন

By

Published : Aug 25, 2020, 6:14 AM IST

কলকাতা, 25 অগাস্ট : কোরোনা পরিস্থিতিতে আগামী 9 সেপ্টেম্বর বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশন বসতে পারে । জানা গেছে, বিধায়কদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে মাত্র দু'দিনের জন্য অধিবেশন বসবে । সাংবিধানিক দায়বদ্ধতার জন্য এই সংক্ষিপ্ত অধিবেশন বসানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

বছরের এই সময় বর্ষাকালীন অধিবেশন চলার কথা থাকলেও কোরোনা পরিস্থিতিতে তা সম্ভব হয়নি । ছ'মাসের মধ্যে একবার রাজ্য বিধানসভার অধিবেশন ডাকার নিয়ম রয়েছে সংবিধানেে । বিধানসভার অধিবেশন শেষবারের মতো বসেছিল গত 17 মার্চ । সেইমতো আগামী 16 সেপ্টেম্বরের মধ্যে অধিবেশন বসাতে হবে । সাংবিধানিক রীতিকে মান্যতা দিয়ে অধিবেশন বসাতে তৎপর হয়েছেন বিধানসভার অধ্যক্ষ । তাঁর অফিসে এখন চূড়ান্ত ব্যস্ততা । বিধায়করা সামাজিক দূরত্ব বজায় রেখে কোথায় বসবেন দেখা হচ্ছে সেই বিষয়টিও ।

তবে অন্যান্য চিরাচরিত প্রথা ভেঙে তা সংক্ষিপ্ত করা হচ্ছে । 9 সেপ্টেম্বর বিধানসভা অধিবেশন বসার সম্ভাবনার কথা বলা হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি । সোমবার বিধানসভার সচিব ও মার্শালকে সঙ্গে নিয়ে অধিবেশন কক্ষ, গ্যালারিসহ অন্যান্য ব্যবস্থা পরিদর্শন করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । সকলেই যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে অধিবেশনে হাজির থাকতে পারেন তার জন্য সার্বিক ব্যবস্থা করছেন অধ্যক্ষ । বিধায়কদের মুখে মাস্ক থাকা আবশ্যক । বিধানসভার অধিবেশন কক্ষে প্রবেশের সময় স্যানিটাইজ়ারে হাতে ধোয়া আবশ্যক । অ্যাম্বুলেন্স, ডাক্তার, ওষুধের পাশাপাশি থার্মাল গান ও অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা থাকছে বিধানসভা চত্বরে ।

ABOUT THE AUTHOR

...view details