কলকাতা, 28 ফেব্রুয়ারি : 2015 সাল ৷ শেষবার ব্রিগেডের জনসভায় বক্তৃতা করেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ 2019 সালের ব্রিগেডে এসেছিলেন ৷ কিন্তু শারীরিক অসুস্থতার জন্য মঞ্চেও ওঠেননি ৷ তবে তাঁকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল সেদিন উপস্থিত বাম সমর্থক-কর্মীরা ৷ তাই এবার তাঁর ‘উপস্থিতি’র জন্য অনেকদিন ধরে জল্পনা চলছিল ৷
শারীরিক অসুস্থতার জন্য তিনি যে ব্রিগেডের জনসভায় যোগ দিতে পারবেন, তা আগেই আঁচ করেছিলেন নেতা-কর্মীরা ৷ তাই তাঁর থেকে অন্তত একটা ভার্চুয়াল বার্তার অপেক্ষায় ছিলেন সমর্থকরা ৷ সমাবেশের সময় যত এগিয়ে আসে, ততই বোঝা যাচ্ছিল যে সেটাও সম্ভব নয় ৷ তাই অন্তত তাঁর একটা বার্তা ব্রিগেডের মঞ্চে পড়ে শোনানো হোক এমনটাই চেয়েছিলেন অনেকে ৷
শনিবার বুদ্ধদেব ভট্টাচার্যর তরফে একটি লিখিত বার্তা এসেছিল ৷ এমন একটি সমাবেশে থাকতে না পারার ‘যন্ত্রণা’র কথা সেই বার্তায় তিনি কর্মী-সমর্থকদের দিয়েছিলেন ৷ তাই অনেকে ভেবেছিলেন রবিবারও হয়তো বুদ্ধদেব ভট্টাচার্যর একটা বিবৃতি পড়ে শোনানো হবে ৷ কিন্তু তা হয়নি ৷