পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তায় পড়ে তৃণমূলের পতাকা

মোদির ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে তৃণমূলের পতাকা রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মুরলীধর সেন স্ট্রিটে ৷

west-bengal-assembly-election-2021-trinamool-flags-fall-on-the-streets-of-central-avenue
সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তায় পড়ে তৃণমূলের পতাকা

By

Published : Mar 7, 2021, 3:56 PM IST

কলকাতা, 7 মার্চ : ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে তৃণমূলের পতাকা রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির সমর্থকদের বিরুদ্ধে ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম কলকাতার মুরলীধর সেন স্ট্রিট ৷ এমনকি বেশ কয়েকটি পতাকা ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে ৷ মাটিতে পড়ে থাকা তৃণমূলের পতাকা পা দিয়ে মাড়িয়ে যাতায়াত করছেন পথচলতি লোকজন ৷

আজ দুপুরে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যাওয়ার পথে তৃণমূলের পতাকা রাস্তায় ফেলে দিল বিজেপির অতি উৎসাহী সমর্থকরা ৷ কোথাও কোথাও সেই পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে ৷ মুরলীধর সেন স্ট্রিট সহ সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে রাস্তার রেলিংয়ে তৃণমূলের পতাকা লাগানো ছিল ৷ অভিযোগ সেই পতাকাগুলিই রাস্তায় ফেলে দেয় বিজেপির কর্মী সমর্থকরা ৷

আরও পড়ুন : ভেটাগুড়িতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর-গুলি, অভিযুক্ত বিজেপি

তবে, ঠিক কখন এই ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছে না ৷ তবে, তৃণমূলের পতাকা রাস্তায় ফেলে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মুরলীধর সেন স্ট্রিট এলাকায় ৷ তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে সেখানে ৷ স্থানীয় কিছু লোকদন জানিয়েছেন, বিজেপির বহু কর্মী রাস্তার রেলিং পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল ৷ সেই সময় কয়েকজন এই কাজ করেছে বলে অভিযোগ ৷

ABOUT THE AUTHOR

...view details