পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নন্দীগ্রামে 12 মার্চ মনোনয়ন পেশ শুভেন্দুর, থাকবেন 2 কেন্দ্রীয় মন্ত্রী - নন্দীগ্রাম

আগামী 12 মার্চ রোড শো করে মনোনয়ন পত্র জমা দেবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ সেই উপলক্ষে সেখানে দুই কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷

west bengal assembly election 2021: subhendu adhikari to file nomination on 12th march at nandigram
নন্দীগ্রামে 12 মার্চ মনোনয়ন পেশ শুভেন্দুর, থাকবেন 2 কেন্দ্রীয় মন্ত্রী

By

Published : Mar 9, 2021, 10:45 AM IST

কলকাতা, 9 মার্চ: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী 12 মার্চ মনোনয়ন পত্র জমা দেবেন । বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে । মনোনয়ন জমা দেওয়ার দিন শুভেন্দু রোড-শো করবেন বলে খবর । সেখানে দুজন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন । থাকবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ।

294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি একেবারে "হাইভোল্টেজ" কেন্দ্র। তাই প্রথম থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই কেন্দ্রের দিকে নজর রেখেছে । কারণ এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নির্বাচনে লড়ছেন । তাই এই কেন্দ্রের উপর বেশি গুরুত্ব দিতে চাইছে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব ।

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি জয়লাভ করতে বিজেপি শেষ পর্যন্ত বাজি রেখেছেন সেখানকার "ভূমিপুত্র" শুভেন্দুর উপরই। শুভেন্দু অধিকারীও সব সময়ই নিজের উপরই ভরসা রাখতে চাইছেন । তিনি একাধিকবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলেছেন, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে 50 হাজারেরও বেশি ভোটে হারাবেন ।

আরও পড়ুন:শিক্ষা গ্রহণ করি কর্মসংস্থানের জন্য, 5 টাকার ডিম-ভাত খাওয়ার জন্য নয় : শুভেন্দু

বিজেপির দাবি, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটিকে হাতের তালুর মতো চেনেন শুভেন্দু । বিশেষত শহিদ পরিবারের মানুষজন মুখ্যমন্ত্রীর থেকেও শুভেন্দুর উপর বেশি ভরসা করেন । কারণ শুভেন্দুই সব সময় তাঁদের সুখে ও দুঃখে পাশে থাকেন । তাই তাঁর মনোনয়ন জমা দেওয়ার দিন নন্দীগ্রামের মানুষ তাঁর পাশে থাকবেন বলে দাবি বিজেপির ৷ রোড শো নিয়ে শুভেন্দু জানিয়েছেন, "স্মৃতি ইরানি 12 তারিখ আসবেন, সেটা আমাকে ফোনে তিনি জানিয়েছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details