কলকাতা, 17 মার্চ : পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের পড়াশোনায় আর্থিক সাহায্য করতে চায় তৃণমূল কংগ্রেস ৷ তাই এবার বিধানসভা নির্বাচনে জিতলে কীভাবে সেই সাহায্য করা হবে, তার ঘোষণা করলেন তৃণমূল নেত্রী ৷
বুধবার সন্ধ্যায় কালীঘাটে নিজের বাড়িতে বসে দলের ইস্তাহার প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি জানান, পড়ুয়াদের ক্রেডিট কার্ড দেওয়া হবে ৷ ওই ক্রেডিট কার্ডে 10 লক্ষ টাকার লিমিট থাকবে ৷ পড়াশোনার জন্য ওই ক্রেডিট কার্ড থেকে টাকা নিলে, 4 শতাংশ সুদে পড়ুয়াদের তা শোধ করতে হবে ৷ এর জন্য কোনও জামিনদার লাগবে না ৷
উল্লেখ্য, রাজ্যের পড়ুয়াদের জন্য এর আগেও একাধিক প্রকল্প নিয়েছে রাজ্য সরকার ৷ তার মধ্যে সবুজসাথী প্রকল্পে সাইকেল দেওয়া, কন্যাশ্রী প্রকল্প উল্লেখযোগ্য ৷