কলকাতা, 7 মার্চ : বিগ্রেড সমাবেশে বাংলা ভাষার আবেগকে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদি ৷ পশ্চিমবঙ্গের গরিব ঘরের ইংরেজি না জানা সন্তানদের বাংলা ভাষায় উচ্চশিক্ষা প্রদানে জোর দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি ৷ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর আজ প্রথমবার রাজ্যে সমাবেশ করলেন ৷ ব্রিগেডের সেই মহা সমাবেশে বাংলা ভাষাকেই হাতিয়ার করলেন নরেন্দ্র মোদি ৷
ক্ষমতায় এলে বাংলার সংস্কৃতি তথা বাংলা ভাষাকে সমূলে বিনাশ করে দেবে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি ৷ একাধিক জনসভার মঞ্চ থেকে এই অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ৷ এমনকি এই অস্ত্রে বিজেপির বিরুদ্ধে জোর প্রচারে নেমেছে তৃণমূল ৷ এর পাল্টা জবাব দিতে এবার বাংলায় ভোট প্রচারের সবচেয়ে বড় সমাবেশকে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদি ৷ আর সেখানেই বাংলা ভাষার প্রতি বাঙালির আবেগকে সুকৌশলে ব্যবহার করলেন ৷ প্রতিশ্রুতি দিলেন বিজেপি ক্ষমতায় এসে বাংলা ভাষাতে গরিব ঘরের পড়ুয়াদের ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি পড়ার সুযোগ করে দেবে ৷
এদিন মোদি বলেন, ‘‘বাংলায় ক্ষমতায় এসে নয়া জাতীয় শিক্ষানীতিকে শক্তহাতে বাংলায় লাগু করা হবে ৷ যেখানে বাংলা ভাষাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে ৷ এমনকি ইংরেজি না জানা গরিব ঘরের সন্তান, গরিব ঘরের মেয়েরা যাতে চিকিৎসক ও ইঞ্জিনিয়ার হতে পারেন, তার জন্য বাংলা ভাষায় ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি পড়ার সুযোগ করে দেওয়া হবে ৷’’ এখানেই নরেন্দ্র মোদি প্রশ্ন করেন, ‘‘কেন ইংরেজি না জানলে গরিব ঘরের সন্তানরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারবে না ? কেন একজন ঝুপড়িতে বাস করা মেয়ে ডাক্তার হয়ে নিজের রাজ্যের নাম উজ্জ্বল করবে না ?’’
আরও পড়ুন : বামেদের মৃত্যুঘণ্টা বাজানোর 19 বছর পর পরিবর্তন, বিজেপি ফল পাবে 2 মাসে?
মোটের উপর রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে প্রচারে যে প্রাদেশিক বিরোধিতাকে হাতিয়ার করেছিল ৷ আজ নরেন্দ্র মোদি পাল্টা সেই প্রাদেশিকতাকেই নির্বাচনী অস্ত্র করলেন ৷ যেখানে পশ্চিমবঙ্গের শিক্ষায় বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি ৷ বাংলার সংস্কৃতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী ৷ সেই সঙ্গে উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে, প্রতিটি স্কুলে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথাও বলেন তিনি ৷