পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিজেপিতে যাচ্ছেন ? দিলীপ-সাক্ষাত্‍‌ নিয়ে ইটিভি ভারতকে যা বললেন নচিকেতা... - নচিকেতা

সংগীত শিল্পী নচিকেতা কি বিজেপিতে যাচ্ছেন ? দিলীপ ঘোষের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হওয়ার পরই এই জল্পনা শুরু হয় । যদিও নিজেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন নচিকেতা ।

west bengal assembly election 2021: nachiketa reacts about meeting with dilip ghosh
বিজেপিতে যাচ্ছেন? দিলীপ-সাক্ষাত্‍‌ নিয়ে ইটিভি ভারতকে যা বললেন নচিকেতা...

By

Published : Mar 3, 2021, 2:37 PM IST

কলকাতা, 3 মার্চ :দু'দিন আগেই সংগীত শিল্পী নচিকেতার সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় । আবার সম্প্রতি ই টিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে শিল্পী জানিয়েছিলেন তিনি পরিবর্তন চান । তাই এমন ছবি ভাইরাল হতেই, রাজ্যজুড়ে জল্পনা শুরু হয়েছিল, নচিকেতা কি তবে বিজেপিতে যাচ্ছেন ? সেই জল্পনায় জল ঢাললেন স্বয়ং নচিকেতা । ইটিভি ভারতকে তিনি জানিয়েছেন, দিলীপ ঘোষ ও তাঁর রাজনৈতিক বোধ সম্পূর্ণ বিপরীত । আর তিনি নিজে একজন প্রাইভেট কমিউনিস্ট ।

ইটিভি ভারতকে এ ব্যাপারে কী জানিয়েছেন নচিকেতা?

ইটিভি ভারত: দিলীপ ঘোষের সঙ্গে আপনার ছবি ভাইরাল হল । কোথায় দেখা হল তাঁর সঙ্গে ?

নচিকেতা: আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম । একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে । সেখানে সত্যজিৎ রায়ের প্রসঙ্গ ছিল, আমার গানও ছিল । সেখানে তিনি এসেছিলেন । যা বুঝলাম, তিনি আমার গানের শ্রোতা । তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন । ভদ্রতা আর কী !

আরও পড়ুন:এক ফ্রেমে নচিকেতা-দিলীপ, নিমেষে ভাইরাল ছবি

ইটিভি ভারত: কী কথা হয়েছে ?

নচিকেতা: তিনি যেহেতু যোগাভ্যাস করেন, তাই যোগাসন নিয়ে কথাবার্তা হল । এটুকুই । রাজনৈতিকভাবে তাঁর এবং আমার রাজনৈতিকবোধ সম্পূর্ণ বিপরীত । রাজনৈতিক কোনও আলোচনা তো হয়নি । তর্কও হয়নি । এমনি একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কথা বলেছে । ভদ্রভাবেই বিষয়টা সম্পন্ন হয়েছে ।

ইটিভি ভারত : অনেকেই এ ছবি দেখে জল্পনা করছেন, আপনি নাকি বিজেপিতে যাচ্ছেন ?

নচিকেতা: আমি এতদিন রাজনীতি করিনি যখন, তখন আমার সম্বন্ধে এ সব কথা আসে না । আমার রাজনৈতিক বোধ খুব পরিষ্কার । আমি নিজের সম্পর্কে বলতে পারি, আমি একজন প্রাইভেট মার্কসিস্ট । আমার কোনও রং নেই, আমার কোনও দল নেই ।

ABOUT THE AUTHOR

...view details