পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ধমকানি, চমকানি, জেলের ভয় দেখাবেন না : মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান থেকে নাম না করে বিজেপি ও কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বললেন, ‘‘ধমকানি, চমকানি, জেলের ভয় দেখাবেন না৷ আমি ভয় পাই না ৷ আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া সহজ নয় ৷’’

ধমকানি, চমকানি, জেলের ভয় দেখাবেন না : মুখ্যমন্ত্রী
ধমকানি, চমকানি, জেলের ভয় দেখাবেন না : মুখ্যমন্ত্রী

By

Published : Feb 21, 2021, 6:23 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান থেকে নাম না করে বিজেপি ও কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বললেন, ‘‘ধমকানি, চমকানি, জেলের ভয় দেখাবেন না৷ আমি ভয় পাই না ৷ আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া সহজ নয় ৷’’

প্রসঙ্গত, আজ রবিবারই তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে যায় সিবিআই ৷ সেখানে গিয়ে অভিষেকের স্ত্রীকে নোটিস দেওয়া হয় ৷ এই বিষয়টি নিয়ে তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসা মূলক আচরণের অভিযোগ করা শুরু করেছে ৷ বলা যেতে পারেই এদিন সেই বিষয়টি নিয়েই কার্যত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ৷

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে বাংলার বাইরে থেকে বলা হচ্ছে যে বাংলা সবচেয়ে খারাপ ৷ ‘বঙ্গাল’কে ‘কঙ্গাল’ বলছে৷ বাঙালির মেরুদণ্ড ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে ৷ এর পরই তাঁর হুঁশিয়ারি, ‘‘বাঙালির মেরুদণ্ড কীভাবে ভাঙবেন দেখব ?’’

এদিন আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘একুশে একটাই খেলা হবে, আমি গোলরক্ষা করব ৷ কে জেতে দেখব ৷ তাতে আমি জেলে গেলে সেখান থেকে বঙ্গ বন্ধুর মতো ডাক দেব, জয় বাংলা ৷’’ তাঁর অভিযোগ, বাংলার বিরুদ্ধে চিরকাল বঞ্চনা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷ আর বঞ্চনার সেই তালিকায় নেতাজি থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ, দেশবন্ধু, রাজা রামমোহন রায়ও রয়েছেন বলে তাঁর দাবি ৷

আরও পড়ুন :কয়লাকাণ্ডে সিবিআইয়ের নিরপেক্ষ তদন্তের দাবি অধীর

একই সঙ্গে মাতৃভাষা দিবসের অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করা নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, বাংলার শব্দের সঙ্গে বাংলা রাজ্যটার নাম ওতোপ্রোতো ভাবে জড়িয়ে রয়েছে ৷ চার বছর আগে তিনি রাজ্যের নাম বাংলা করার প্রস্তাব দিয়েছিলেন ৷ কিন্তু কিছুই হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details