পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আজই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি

আজই প্রকাশিত হতে পারে বিজেপির প্রার্থী তালিকা ৷ প্রথম দু’দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ৷ বিজেপি সূত্রে এমনই জানা গিয়েছে ৷

আজই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি
আজই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি

By

Published : Mar 6, 2021, 4:26 PM IST

Updated : Mar 6, 2021, 6:31 PM IST

কলকাতা, 6 মার্চ : তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছে শুক্রবার ৷ আর তার পর থেকেই সকলের নজর বিজেপির দিকে ৷ কবে গেরুয়া শিবির পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবে, এই প্রশ্নের উত্তরই খুঁজছিলেন সকলে ৷ শনিবার দুপুরে বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে যে আজই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ৷

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি ৷ ফলে তৃণমূলের বিরুদ্ধে কোথায় কে প্রার্থী হচ্ছেন, সেদিকে অনেকেরই নজর রয়েছে৷ তাই বিজেপির প্রার্থী তালিকা নিয়ে আগ্রহ তুঙ্গে ৷ বিশেষ করে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী প্রার্থী হন কি না, সেই দিকে অনেকেরই নজর রয়েছে ৷

রাজ্যস্তরে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর, তা নিয়ে দিল্লি যান বিজেপির রাজ্য নেতারা ৷ বৃহস্পতিবার দফায় দফায় ওই তালিকা নিয়ে আলোচনা হয় বিজেপির অন্দরে ৷ বৈঠক হয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে ৷ সেই বৈঠকে পৌরহিত্য করেছিলেন স্বয়ং অমিত শাহ ৷

এর পর নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে বিজেপি কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক হয় ৷ ওই কমিটির মাথায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর নেতৃত্বেই শুভেন্দু, দিলীপ, মুকুলদের নিয়ে বিশ্লেষণ চলে ৷ প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল যে শুক্রবার বিজেপিও প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে ৷ কিন্তু শুক্রবার তা হয়নি ৷ বরং শোনা যায় যে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিগেডে দলের সভা করে দেওয়ার পর এই তালিকা ঘোষণা করা হবে ৷ কেউ কেউ বলছিলেন যে গোষ্ঠীকোন্দল এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷ কারণ, গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এলে মোদির ব্রিগেড তেমন ভাবে নাও ভরতে পারে ৷

আরও পড়ুন :বিজেপিতে দীনেশ, কাল থাকবেন মোদির ব্রিগেড সভায়

কিন্তু এতে অন্য সমস্যা তৈরি হচ্ছিল ৷ কারণ, 9 মার্চ প্রথম দফার নির্বাচনের মনোনয়নের শেষদিন ৷ তার আগের দিন প্রার্থী তালিকা ঘোষণা করা হলে, মঙ্গলবার মনোনয়ন নিয়ে সমস্যায় পড়তে হতে পারে ৷ সেই কারণেই হয়তো মোদির ব্রিগেডের আগে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হল ৷

Last Updated : Mar 6, 2021, 6:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details