কলকাতা, 15 মার্চ:ফের বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আর তাঁর নেতৃত্বেই আজ রাতে হতে চলেছে বিজেপির কোর কমিটির বৈঠক । এই বৈঠকে 294টি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রচারের রণকৌশল বাতলে দেবেন শাহ ।
এ দিনের বৈঠকে উপস্থিত থাকবেন কৈলাশ বিজয়বর্গীয়, শিবপ্রকাশ অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা । বিজেপি সূত্রে খবর, দল কী কী ইশ্যুতে রাজ্যে প্রচারে নামবে, তা এই বৈঠকে ঠিক করা হবে ৷ প্রতি কেন্দ্রের দুয়ারে দুয়ারে কেন্দ্রীয় প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে ধরার রণনীতি নিরূপণ করে দেবেন অমিত শাহ ৷
বিজেপি সূত্রে খবর, রাজ্যে কোন কোন কেন্দ্রীয় নেতৃত্ব প্রচারে আসবেন, তা নিয়েও বঙ্গ বিজেপির ইচ্ছের কথা শুনবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ যোগী আদিত্যনাথের মতো আর কোন স্টার ক্যাম্পেনারদের বা হেভিওয়েট নেতা-মন্ত্রীকে রাজ্যে এনে প্রচার চালানো যেতে পারে, তা নিয়ে কোর কমিটির বৈঠকে আলোচনা হওয়ার কথা ৷