পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাংলা জিতেই দিল্লিতে ঝাঁপাব, হুঙ্কার মমতার - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

বাংলা জিতে দিল্লিতে ঝাঁপানোর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ কলাইকুণ্ডার জনসভায় গিয়ে বিজেপিকে হুঁশিয়ারি তাঁর ৷

west bengal assembly election 2021 after win in west bengal election mamata banerjee will go for delhi
‘‘বাংলা জিতেই, দিল্লিতে ঝাঁপাব’’, মমতার নজরে দিল্লির কুর্সি !

By

Published : Mar 18, 2021, 4:15 PM IST

Updated : Mar 18, 2021, 5:01 PM IST

কলাইকুণ্ডা (পশ্চিম মেদিনীপুর), 18 মার্চ : বাংলা জিতে পরের লক্ষ্য দিল্লি ৷ আজ কলাইকুণ্ডায় প্রচারে গিয়ে কার্যত হুঙ্কার দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে তাঁর কটাক্ষ, বিজেপি তথা নরেন্দ্র মোদি ভয় পাচ্ছেন তাঁকে ৷ কটাক্ষের সুরে বললেন, ‘‘বিজেপি ভাবছে বাংলায় ফের ক্ষমতায় এসে গেলে তো আমাদের দিল্লি থেকে তাড়িয়ে ছাড়বে ৷’’

এদিন মেদিনীপুর, খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুরের তিন বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচারে নামেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই প্রচার মঞ্চ থেকেই ঘোষণা করলেন, বাংলায় নির্বাচন জিতে দিল্লি দখলের জন্য ঝাঁপাবেন তিনি ৷ মমতার এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে গুঞ্জন, এবার আর তিনি শুধু মুখ্যমন্ত্রিত্ব নিয়ে ভাবছেন না ৷ আরও বড় পরিসরে প্রধানমন্ত্রীর পদের দিকে নজর দিয়েছেন বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় ৷

পাশাপাশি, এদিন ‘পরিবর্তন’ স্লোগান নিয়েও বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অভিযোগ করেন, বিজেপি তাঁকে টুকলি করছে ৷ প্রসঙ্গত, বিজেপি তাদের প্রত্যেক প্রচার সভায় ‘আসল পরিবর্তনের’ স্লোগান তুলছে ৷ সেই নিয়েই মমতা এদিন বলেন, যোগ্যতা নেই তাই তাঁর পরিবর্তনের স্লোগান টুকলি করেছে বিজেপি ৷ এরপরেই তিনি দিল্লির প্রসঙ্গ টেনে আনেন ৷ বলেন, ‘‘পরিবর্তন অবশ্যই হবে, কিন্তু সেটা দিল্লিতে ৷ বাংলা জিতেই, দিল্লিতে ঝাঁপাব ৷’’

আরও পড়ুন : দিদি বলে খেলা হবে, বিজেপি বলে বিকাশ হবে: পুরুলিয়ায় কটাক্ষ মোদির

এদিনের জনসভার ভাষণে তেজপুর বন্দরের প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর ভাষণে ৷ জিতে এসে তেজপুর বন্দর তৈরির কাজ শেষ করবে তাঁর সরকার ৷ আর এই বন্দর তৈরি হলে, খড়গপুর সহ মেদিনীপুরের বিভিন্ন জায়গায় একাধিক অনুসারী শিল্প তৈরি হবে ৷ সেই সঙ্গে তৃণমূলের ইস্তাহারে উল্লেখ থাকা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং রাজ্যে জেনারেল কাস্টদের জন্য মাসে 500 টাকা করে বছরে 6 হাজার টাকা ও তফসিলি জাতি উপজাতির জন্য 1000 টাকা করে বছরে 12 হাজার টাকা করে দেওয়ার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Last Updated : Mar 18, 2021, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details