কলকাতা, 28 সেপ্টেম্বর : ভবানীপুরের 100 শতাংশ বুথেই হবে ওয়েবকাস্টিং । এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে । পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ'টা থেকে বুথ ও তার 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে । ভোটের দিন যাতে শান্তিপূর্ণ ভাবে সাধারণ মানুষ ভোট দান করতে পারেন তাই 100 শতাংশ বুথেই সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন ।
ভোটের দিন আইন-শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচনের কাজে যে 52 কোম্পানি সেন্ট্রাল ফোর্স এসেছে ৷ তার মধ্যে 15 কোম্পানি ভবানীপুরে থাকবে বলে জানা গিয়েছে । আর বাকি 37 কোম্পানি সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে মোতায়েন থাকবে । তাই এই সেন্ট্রাল ফোর্সকে যাতে যথোপযুক্তভাবে কাজে লাগানো যায় সেই বিষয়টিও নিশ্চিত করতে পদক্ষেপ করবে নির্বাচন কমিশন ।
এসবের মধ্যেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল বামেরা । কোভিড পরিস্থিতির মধ্যে 72 ঘণ্টা আগে প্রচার বন্ধ হওয়ার নিয়ম থাকলেও শাসকদলের প্রচার এখনও চলছে । তারা কোনও নিয়ম-কানুনের ধার ধারছে না । পাশাপাশি আজ লালবাজারের পুলিশ কর্তাদের সঙ্গে একটি বৈঠকও করে শাসকদল । ওই বৈঠক সম্পর্কে রাজ্য নির্বাচন কমিশন অবগত । মঙ্গলবার এমনটাই দাবি তুললেন সিপিএম নেতা রবীন দেব । আজ এই বিষয়ে নালিশ জানিয়ে বামেদের এক প্রতিনিধিদল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখাও করেন ।