কলকাতা, 14 অক্টোবর : নবমীতে বৃষ্টির পূর্বাভাস ৷ হাওয়া অফিসের হিসাব বলছে, আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ প্রসঙ্গত, অষ্টমীর রাত কাটতে না কাটতেই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয় ৷ সেই বৃষ্টি রাতভর না চললেও চিন্তা বাড়াচ্ছে আবহাওয়ার গতিপ্রকৃতি ৷ এদিকে, শুক্রবার দশমী ৷ ‘বাপের বাড়ি’ ছেড়ে উমার কৈলাসে ফেরার দিন ৷ তাই করোনা আবহেও নবমীতে চুটিয়ে আনন্দ করতে মরিয়া আমবাঙালি ৷ বৃষ্টি সেই পরিকল্পনায় জল ঢেলে দিতে পারে বলেই আশঙ্কা আবহবিদদের ৷
আরও পড়ুন :Weather Forecast : বর্ষা বিদায় পালা শুরু হলেও নবমী-দশমীতে ফের ভাসাতে পারে নিম্নচাপ
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে ৷ আগামী 24 ঘণ্টায় সেই নিম্নচাপ ওড়িশা উপকূল হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত পৌঁছে যাবে ৷ ফলে এই নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব আমাদের রাজ্যে পড়বে না ৷ কিন্তু, এই নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকাগুলি-সহ একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ যা চলবে দু’দিন ধরে ৷ বৃহস্পতিবার কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা , নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷