ডায়মন্ড হারবার, 21 অক্টোবর : গড়িয়াহাট জোড়া খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি হাতে এল গোয়েন্দাদের হাতে । আগে রক্তমাখা কাপড় পেয়েছিল পুলিশ ৷ এবার পাওয়া গেল অস্ত্রটি ৷ গতকাল রাত 2টো নাগাদ এই ভাড়াবাড়িতে আসেন গোয়েন্দারা ৷ সঙ্গে ছিল মিঠু ৷ তাকে নিয়েই ঘণ্টা দুয়েকের বেশি চলে তল্লাশি ৷ তাতেই মেলে অস্ত্রটি ৷
গতকালই ডায়মন্ড হারবারে তার ভাড়াবাড়ি থেকে খুনে অভিযুক্ত পরিচারিকা মিঠু হালদারকে গ্রেফতার করে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা । জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয় লালবাজারে । গোয়েন্দাদের ম্যারাথন জিজ্ঞাসা মুখে পড়ে ভেঙে পড়ে মিঠু হালদার । নিজের দোষের কথা স্বীকার করে নেয় সে ৷ গতকাল বিকেলে তারপরই মিঠুকে গ্রেফতার করা হয় । মিঠু ছাড়াও এই ঘটনার সঙ্গে এক বা একাধিক ব্যক্তি জড়িত আছে বলে মনে করছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা । অন্যতম অভিযুক্ত হিসাবে নাম উঠে আসছে ভিকি হালদারের । ভিকি মিঠুর বড় ছেলে । বিকেলে গড়িয়াহাটের কাকুলিয়া রোডের বাড়িতেই অভিযুক্ত মিঠু হালদারকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন হোমিসাইড শাখার তদন্তকারী অফিসাররা । এরপর রাত দু'টো নাগাদ হোমিসাইড শাখায় বিশেষ 15 জনের প্রতিনিধি দল ডায়মন্ড হারবারে আসেন ।