পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের

23 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অনলাইনে আবদেন জমা নেওয়া ।

WBSSC
চাকরির খবর

By

Published : Dec 21, 2020, 9:50 PM IST

আপার প্রাইমারির জন্য শিক্ষক নিয়োগ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন । সাঁওতালি মাধ্যমের জুনিয়র হাই, মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলির জন্য অ্যাসিট্যান্ট টিচার পদে নিয়োগ করা হবে । স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করা যাবে ।

কোন কোন পদে নিয়োগ হবে ?

  • আপার প্রাইমারি স্তরে অ্যাসিস্ট্যান্ট টিচার
  • ক্লাস নাইট ও টেনের অ্যাসিস্ট্যান্ট টিচার
  • ক্লাস ইলেভেন ও টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার
  • আপার প্রাইমারি স্তরে শারীরশিক্ষার জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার
  • আপার প্রাইমারি স্তরে কর্মশিক্ষার জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার

কীভাবে আবেদন করা যাবে ?

অনলাইনে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা । আবেদনকারীদের একটি করে কালার ছবি (ছবির সাইজ় 50 কেবি) এবং সেইসঙ্গে একটি স্ক্যান করা সই (স্ক্যান করা সইয়ের সাইজ় 25 কেবি) । এছাড়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের শংসাপত্র, স্নাতক স্তর ও স্নাতকোত্তর স্তরের মার্কশিট এবং জাতিগত শংসাপত্র ।

আবেদন করার জন্য ফি বাবদ 250 টাকা জমা করতে হবে । তবে তপশিলি জাতি, উপজাতি এবং বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের জন্য কোনও ফি লাগবে না ।

আবেদন জমা নেওয়া শুরু হবে - 23 ডিসেম্বর, 2020

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ - 6 জানুয়ারি, 2021

আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ - 7 জানুয়ারি, 2021 (শুধুমাত্র নগদে ফি জমা দেওয়ার ক্ষেত্রে ) ।

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ABOUT THE AUTHOR

...view details