পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

উচ্চমাধ্যমিকে প্রথমবার 500-য় 499, পাশের হার 90.13 শতাংশ - উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

HS Examination Result
উচ্চ মাধ্যমিকের ফলাফল

By

Published : Jul 17, 2020, 4:05 PM IST

14:48 July 17

কলকাতা, 17 জুলাই : প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল । আট লাখেরও বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছিল । আজ দুপুর সাড়ে 3 টেয় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রেসিডেন্ট মহুয়া দাস । ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল দেখা যাবে বিকেল 4 টে থেকে ।

  • রাজ্যের পড়ুয়াদের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রেসিডেন্ট মহুয়া দাস । পাশাপাশি ধন্যবাদ জানান শিক্ষা সচিব, স্কুল শিক্ষাদপ্তর ও রাজ্যের পুলিশ প্রশাসনকেও ।
  • এ-বছর কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না । জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।
  • 22 মার্চ থেকে ট্রেন বন্ধ থাকায়, 21 মার্চের পর থেকে সমস্ত পরীক্ষার কাজ বন্ধ হয়ে যায় । প্রায় দেড় মাস পর কাজ চালু হলেও কোরোনা পরিস্থিতিতে পরীক্ষার কাজ ব্যাহত হয়েছে ।
  • প্রায় 100 টি রেল স্টেশনে ও বহু থানায় উত্তরপত্র জমা ছিল । যা সংগ্রহ করা দূরহ হয়ে উঠেছিল । রেল আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে সেই উত্তরপত্র জোগাড় করার কাজ শুরু করা হয়েছিল ।
  • কোরোনা পরিস্থিতিতেও প্রতিটি উত্তরপত্রের সঠিক মূল্যায়ণ সম্ভব হয়েছে ।
  • 26 জুনের সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সঙ্গতি রেখে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
  • মোট 37 টি বিষয়ের উপর উচ্চমাধ্যমিকের পরীক্ষা হয়েছে ।
  • সারা বছর ধরে সর্বক্ষণের জন্য হেল্প ডেস্ক চালু করেছে শিক্ষা সংসদ ।
  • বিগত পাঁচ বছরের উচ্চমাধ্যমিকের মডেল প্রশ্ন উত্তরের বই প্রকাশ করা হবে শিক্ষা সংসদের তরফে ।
  • এবারেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা সংখ্যায় বেশি ।
  • স্ক্রুটিনি ও রিভিউয়ের চার্জ কমিয়ে যথাক্রমে 60 টাকার বদলে 50 টাকা ও 100 টাকার বদলে 75 টাকা করা হয়েছে ।
  • আসল মার্কশিটের পুরোপুরি রেপ্লিকা ডাউনলোড করা যাবে ওয়েবসাইট থেকে ।
  • 31 জুলাই শিক্ষা সংসদের বিতরণ কেন্দ্রগুলি থেকে মিলবে মার্কশিট ।
  • মোট উচ্চমাধ্যমিকের পড়ুয়া ছিল  7 লাখ 75 হাজার 365 ।
  • পরীক্ষায় বসেছে 7 লাখ 61 হাজার 583 ।
  • এই বছরে পাশ করেছে 6 লাখ 80 হাজার 57 জন পরীক্ষার্থী ।
  • পাশের হার 90.13 শতাংশ । ছেলেদের পাশের হার 90.44 শতাংশ । মেয়েদেরও পাশের হার 90 শতাংশেরও উপরে ।
  • কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর মুর্শিদাবাদসহ বেশ কিছু জেলায় পাশের হার 90 শতাংশের বেশি
  • 60 শতাংশ বা তার বেশি পেয়েছে 3 লাখেরও বেশি পরীক্ষার্থী ।
  • বিজ্ঞানে অভুতপূর্ব ফলাফল । পাশের হার 98.83 শতাংশ
  • বাণিজ্য বিভাগে পাশের হার 92.22 ।
  • কলাবিভাগে পাশের হার 88.74 শতাংশ ।
  • এবছর 50 শতাংশেরও বেশি পরীক্ষার্থী প্রথম ডিভিশনে পাশ করেছে ।
  • এবছর উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী পেয়েছে 500-র মধ্যে 499 ।
  • পরবর্তী বছরের উচ্চমাধ্যমিকের সূচির বিষয়ে এখনও কিছু জানায়নি শিক্ষা সংসদ ।

ABOUT THE AUTHOR

...view details