কলকাতা, 3 অগাস্ট : বেসরকারি হাসপাতালে COVID-19-র চিকিৎসার জন্য ইতিমধ্যেই কিছু ক্ষেত্রে খরচ বেঁধে দিয়েছে রাজ্য সরকার । এ বার বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে COVID-19-এর চিকিৎসা এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে খরচে রাশ টানতে একগুচ্ছ অ্যাডভাইজ়রি ইশু করল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) অর্থাৎ, রাজ্য সরকারের স্বাস্থ্য কমিশন । তবে, এই প্রথম নয় । প্রসবের জন্য বেসরকারি হাসপাতাল থেকে COVID-19-এ আক্রান্ত অন্তঃসত্ত্বাকে ফেরানো যাবে না বলে কয়েক দিন আগেই অ্যাডভাইজ়রি ইশু করেছে কমিশন ।
COVID-19 রোগীদের চিকিৎসা পরিষেবা কীভাবে আরও ভালোভাবে দেওয়া যায়, তার জন্য সরকারি-বেসরকারি হাসপাতালের জন্য নিয়মিত অ্যাডভাইজ়রি ইশু করে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । এ দিকে, বেসরকারি হাসপাতালে COVID-19 নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে অনেক বেশি খরচের অভিযোগ উঠছিল । যার জেরে, COVID-19 নির্ণয়, বেসরকারি হাসপাতালে COVID-19 রোগীর চিকিৎসার ক্ষেত্রে প্রতিদিনের জন্য চিকিৎসকের ফি এবং চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় PPE (পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) সহ প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নেওয়ার জন্য খরচ বেঁধে দিয়েছে রাজ্য সরকার । বেঁধে দেওয়া এই খরচ অনুযায়ী, বেসরকারি হাসপাতালে রোগীর সোয়াবের নমুনা পরীক্ষার মাধ্যমে COVID-19 নির্ণয়ের জন্য ২,২৫০ টাকা, হাসপাতালে ভরতি COVID-19 রোগীর চিকিৎসার সময় চিকিৎসকের ফি বাবদ প্রতিদিন এক হাজার টাকা এবং PPE কিট সহ চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সংশ্লিষ্ট রোগীর সুরক্ষায় অন্য যে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার জন্য প্রতিদিন এক হাজার টাকা নেওয়া যাবে । এই নির্দেশ ভঙ্গ করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সংস্থান রাখা হয়েছে বলেও রাজ্য সরকারের নির্দেশে জানানো হয়েছে ।
অথচ, এরপরও বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠছে । কোথাও দেখা যাচ্ছে, COVID-19 নির্ণয়ের জন্য ২,২৫০ টাকা নেওয়া হলেও এর সঙ্গে রোগীর বাড়ি থেকে সোয়াবের নমুনা সংগ্রহের জন্য খরচ হিসাবে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে । কোথাও যেমন আউটডোরের ক্ষেত্রে দেখা যাচ্ছে, চিকিৎসকের ফি বাদে স্যানিটাইজ়ার এবং মাস্কের জন্য অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে । তেমনই, কোথাও আবার চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার ক্ষেত্রে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজ়ারের জন্য নেওয়া হচ্ছে অতিরিক্ত খরচ । এই ধরনের বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে পেরেছে স্বাস্থ্য কমিশন । যার জেরে, বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে COVID-19 নির্ণয় এবং COVID-19 রোগীদের চিকিৎসার ক্ষেত্রে খরচে রাশ টানতে আরও ছয় দফা অ্যাডভাইজ়রি ইশু করল WBCERC ।
বেসরকারি হাসপাতাল, ক্লিনিকের জন্য কমিশনের ইশু করা এই সব অ্যাডভাইজ়রি অনুযায়ী, আউটডোরে কোনও রোগীর ক্ষেত্রে "COVID প্রোটেকশন চার্জ" হিসাবে অতিরিক্ত ৫০ টাকা নেওয়া যাবে । রোগীর সঙ্গে একজন পরিজনের থাকার কথা । এ ক্ষেত্রে ওই পরিজনের জন্য "COVID প্রোটেকশন চার্জ" হিসাবে অতিরিক্ত আরও ৫০ টাকা নেওয়া যাবে । আউটডোরে চিকিৎসক যদি ফুল PPE পরে রোগীর চিকিৎসা করেন, তা হলে অতিরিক্ত আরও ৫০ টাকা নিতে পারবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল অথবা, ক্লিনিক । বেসরকারি হাসপাতালে ভরতি রোগীর চিকিৎসার ক্ষেত্রে প্রতিদিন "COVID প্রোটেকশন চার্জ" হিসাবে এক হাজার টাকা নেওয়া যাবে বলে খরচ বেঁধে দিয়েছে রাজ্য সরকার ।