কলকাতা, 21 মে : গতকালই ডিএ মামলায় সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট । যে রায়ে কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, বকেয়া ডিএ অর্থাৎ মহার্ঘভাতা আগামী তিন মাসের মধ্যে কর্মীদের মিটিয়ে দিতে হবে ৷ এই রায়ে সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া ৷ তবে, রাজ্য সরকারের জন্য আদও এটা সুখবর নয় ৷ টানা দু’বছর করোনার জেরে রাজস্ব আদায় কমেছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহুবার বলতে শোনা গিয়েছে, যতটা আয় হচ্ছে তার সবটাই ব্যয় হয়েছে সরকারের ৷ কাজেই তাদের যুক্তি এই মুহূর্তে সরকারের কাছে টাকা নেই ৷ যদিও আদালত সেই যুক্তি খারিজ করে দিয়েছে ৷ এই অবস্থায় প্রশ্ন, আদালতের রায় মানতে হলে কত টাকা মহার্ঘভাতা দিতে হবে কর্মীদের (State Government to Pay DA to near about 14 Lakhs Employees) ?
এক্ষেত্রে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর নেতা মলয় মুখোপাধ্যায় যা বলেছেন তাতে, এখনই যদি রাজ্য সরকার বকেয়া মহার্ঘভাতা বা ডিএ মিটিয়ে দেয় সেক্ষেত্রে গ্রুপ ডি কর্মী পিছু কমপক্ষে 2 লক্ষ টাকা দিতে হবে রাজ্য সরকারকে ৷ সেক্ষেত্রে গ্রুপ সি-র সরকারি কর্মচারী পিছু দিতে হবে 2 লক্ষ 75 হাজার টাকা ৷ আর আপার ডিভিশন ক্লার্করা এক্ষেত্রে পেতে পারেন সাড়ে চার লক্ষ টাকা ৷
প্রসঙ্গত, আদালতের রায়ের পর ‘লিকার নির্ভর রাজস্ব ব্যবস্থা’য় চলা এই সরকারের পক্ষে একটা বড় চাপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কারণ তাদের মতে, এই মুহূর্তে সরকারের অবস্থা ‘ধারে মা ভবানী’ (মূল প্রবাদে ভাড়ে শব্দটি রয়েছে) ৷ রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প চালাতে নিয়ম করে ঋণ নিচ্ছে রাজ্য সরকার ৷ এই অবস্থায় এই বিপুল পরিমাণ অর্থ রাজ্য সরকারকে দিতে হলে সরকারের জন্য বাড়তি চাপ হবে বলে দাবি করা হচ্ছে ৷