কলকাতা, 1 ফেব্রুয়ারি: সর্বদল বৈঠকের ডাক (All Party Meeting) দিল রাজ্য নির্বাচন কমিশন (WB State Election Commission) ৷ বুধবার বিকেল 4টের সময় এই বৈঠক ডাকা হয়েছে ৷ মনে করা হচ্ছে, আসন্ন 4 পৌরসভার নির্বাচন ও বকেয়া থাকা রাজ্যের বাকি পৌরসভাগুলির ভোটের দিনক্ষণ নিয়ে আলোচনা করতে এই সর্বদল বৈঠক ডেকেছে কমিশন ৷
আরও পড়ুন : ভোটের আগে ড্যামেজ কন্ট্রোল বিজেপির, বিধায়ক তহবিল থেকে বরাদ্দ হল অর্থ
কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের বাকি পৌরসভাগুলির ভোট হতে পারে ৷ করোনা পরিস্থিতিতে কী করে হবে ভোট এবং পুলিশি মোতায়েনের একটি খসড়াও তৈরি হতে পারে আগামীকালের বৈঠকে । পাশাপাশি আগামী 3 ফেব্রুয়ারি শিশির মঞ্চে পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন । মনে করা হচ্ছে তারপরই হয়তো বাকি 108টি পৌরসভায় নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য নির্বাচন কমিশন ।
ইতিমধ্যেই 27 ফেব্রুয়ারির ভোট 4 সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে রাজ্য বিজেপি ৷ রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে নিজেদের এই দাবি জানিয়ে এসেছে তাঁরা ৷ এর কারণ হিসেবে কোভিড সংক্রমণের কথা বলা হয়েছে ৷ এছাড়া সব পৌরসভার ভোটগণনা একদিনে করার দাবিও জানানো হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে ৷