কলকাতা, 7 মার্চ : সোমবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় বিজেপি বিধায়কদের বিক্ষোভের জেরে নিজের পুরো ভাষণ পড়তে পারেননি রাজ্যপাল জগদীপ ধনকড় (WB Governor Jagdeep Dhankhar) ৷ নির্ধারিত সময়ের প্রায় একঘণ্টা পর ভাষণের প্রথম ও শেষ লাইন পড়েই অধিবেশন কক্ষ ত্যাগ করতে হয় তাঁকে ৷ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল ৷
এদিন রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এই ঘটনা প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "এদিন বিধানসভার ভিতরে যা হয়েছে তা অনভিপ্রেত ৷ গণতন্ত্রের পক্ষে শুভ নয় ৷ এরকম যাতে আর না ঘটে সেদিকে সকলের লক্ষ্য রাখা উচিত ৷" তাঁর সংযোজন,"আমি চাই না রাজ্যে কোনও সাংবিধানিক সংকট তৈরি হোক ৷ রাজ্যপালকে দায়িত্ব পালনে বাধাদান গণতন্ত্র নয় ৷ আমাদের প্রত্যেকের আত্ম সমালোচনা করা উচিত ৷"