পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

টিকিট দেয়নি তৃণমূল, পুরানো দল কী বলল মইনুদ্দিনকে ?

আসন্ন বিধানসভা ভোটে টিকিট পাননি মইনুদ্দিন শামস ৷ ঘটনায় ক্ষুব্ধ রাজ্য়ের প্রাক্তন খাদ্য়মন্ত্রী তথা প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা কলিমুদ্দিন শামসের ছেলে ৷ পুরনো দলে ফিরতে চেয়ে হাজির হলেন ফরওয়ার্ড ব্লকের সদর দফতরে ৷ যদিও ফিরতে হল খালি হাতেই ৷

west bengal assembly election 2021_wb_kol_03_fb_leader_come_copy_7203847
তৃণমূলে টিকিট না পেয়ে পুরনো দলের দরজায় মইনুদ্দিন

By

Published : Mar 6, 2021, 4:43 PM IST

কলকাতা, 6 মার্চ: তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষিত হতেই শুরু হয়েছে নতুন খেলা ৷ একদিকে যখন দলে যোগ দিয়েই হাতে গরম নির্বাচনের টিকিট পেয়ে যাচ্ছেন টলিউডের তারকারা, অন্যদিকে তখন টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন রাজনীতির পুরানো খেলোয়াড়রা ৷ রাজনীতি নিয়ে কাটাছেঁড়া করাই যাঁদের কাজ, তাঁদের একাংশের মত, এরপর কোন্দল আরও বাড়বে শাসকদলের অন্দরে ৷ বাড়বে দলবদলের হিড়িকও ৷ যার ট্রেলার শুক্রবারই দেখা গিয়েছে ভাঙড়ে ৷ আরাবুল ইসলামের কপালে টিকিট না জোটায় রীতিমতো হুলুস্থূল বাধিয়ে দেন তাঁর অনুগামীরা ৷ আর এবার টিকিট না পেয়ে সটান পুরানো দলের কাছে আশ্রয়ের আশায় ফিরলেন কলিমুদ্দিন শামসের ছেলে মইনুদ্দিন শামস ৷ সটান হাজির ফরওয়ার্ড ব্লকের সদর দফতরে ৷ যদিও এভাবে দলে ফেরা সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছে ফব নেতৃত্ব ৷

বাম জমানায় দীর্ঘদিন রাজ্যের খাদ্য দফতর সামলেছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা তথা মন্ত্রী কলিমুদ্দিন শামস ৷ তাঁর ছেলে হওয়ার সুবাদে ছোটো থেকেই বাম রাজনীতির সাক্ষী থেকেছেন মইনুন্দিন ৷ কিন্তু পরবর্তীতে হাওয়া বদলে গা ভাসান তিনিও ৷ যোগ দেন রাজ্য়ের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসে ৷ জোড়াফুলের টিকিটে জিতে বিধায়কও হন ৷ অথচ তারপরও এবার আর তাঁকে টিকিট দেননি মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ দলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ মইনুদ্দিন ৷ এই পরিস্থিতিতে পুরানো দলে ফেরার চেষ্টা শুরু করে দিলেন তিনি ৷ শনিবার সকালে হঠাৎই ফরওয়ার্ড ব্লকের সদর দফতরে এসে পৌঁছান মইনুদ্দিন ৷ দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়কে অনুরোধ করেন যাতে ফের একবার তাঁকে ফিরিয়ে নেওয়া হয় দলে ৷

আরও পড়ুন :টিকিট পাননি, কান্নায় ভেঙে পড়লেন সোনালি

এমন আবদারে স্বভাবতই বিব্রত ফব নেতৃত্ব ৷ যদিও এই মুহূর্তে তাঁরা যে মইনুদ্দিনকে দলে ফেরানোর কথা ভাবছেন না, তাঁকে তা সাফ জানিয়ে দেন ফব রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় ৷ প্রাক্তন দলীয় সহকর্মীকে তিনি বলেন, ফরওয়ার্ড ব্লক পার্টি থেকে বেরিয়ে যাওয়া সহজ, কিন্তু ফেরা খুব কঠিন ৷ আপাতত দল তাঁকে নেবে না।

ফরওয়ার্ড ব্লক সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে খিদিরপুর বা মেটিয়াব্রুজ এলাকা থেকে ভোটে লড়তে চান মইনুদ্দিন ৷ তাঁর আশা, সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় তিনি ভোটে দাঁড়ালে ভালো ফল হবেই ৷ অথচ তৃণমূল তাঁকে এবার আর বিধানসভার টিকিটই দেয়নি ৷ দলের এই অবস্থানে অত্যন্ত ক্ষুব্ধ মইনুদ্দিন ৷ এমনকী, প্রার্থীতালিকায় নাম না থাকার কথা জানার পরই চোখের জলে ফেসবুক লাইভ করেন তিনি ৷ রাত পোহাতেই ছুটে আসেন পুরানো দলের দরজায় ৷ জানান মনের বাসনা ৷ তবে তাতে চিঁড়ে ভেজেনি ৷ শেষ পর্যন্ত ব্যর্থ মনোরথেই ফিরতে হয়েছে মইনুদ্দিনকে ৷

ABOUT THE AUTHOR

...view details