কলকাতা, 4 এপ্রিল : সোমবার সকালে হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এসএসসি দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা থেকে অব্যাহতি নেওয়ায় হাইকোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন নজরদারি কমিটির বাকি 5 সদস্য ৷ বেলা 1টায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব 5 সদস্যের আবেদন শুনলেও সিঙ্গল বেঞ্চের রায়ই আপাতত বহাল রাখলেন ৷ মামলা সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখে তবেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি (Verdict of single bench stands in SSC Group D Recruitment Case as Chief Justice takes time) ৷ সুতরাং, সিঙ্গল বেঞ্চের রায় মোতাবেক সোমবার সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে এস আচার্য (তৎকালীন শিক্ষামন্ত্রীর আপ্তসহায়ক), পিকে বন্দ্যোপাধ্যায়কে (তৎকালীন শিক্ষামন্ত্রীর ওএসডি), একে সরকার (তৎকালীন শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর) এবং টি পাঁজাকে (শিক্ষা দফতরের তৎকালীন সিনিয়র ল অফিসার) ৷
শনিবার সমন এড়ানোয় সোমবার সিবিআই পুনরায় নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় গ্রুপ-ডি দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন নজরদারি কমিটির 4 সদস্যকে ৷ সঙ্গে বাড়তি দায়িত্ব দেওয়া হয় পুলিশকে ৷ ডিসি সেন্ট্রাল রূপেশ কুমারকে নির্দেশ দেওয়া হয় আজই বেলা 2টোর সময় এস আচার্য এবং পিকে বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে হাজির করানোর ৷ অন্যদিকে বেলা তিনটেয় বাকি দুই আধিকারিককে সিবিআই দফতরে হাজির করানোর বিষয়টি দেখবেন কমিশনার অফ পুলিশ বিধাননগর ৷