কলকাতা, 15 মে : লকডাউনের মধ্যেও টিকাকরণ প্রক্রিয়া চালু থাকবে । নবান্নের তরফে একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল । তবে সাধারণ মানুষ টিকাকেন্দ্রে কীভাবে পৌঁছবে তার দায়িত্ব নিজেদের নিতে হবে । উল্লেখ্য, করোনা সংক্রমণে লাগাম টানতে রবিবার থেকে 15 দিনের জন্য প্রায় লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার ।
এ দিন অর্থাৎ, শনিবার দুপুর 12টায় সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা সংক্রমণ আটকাতে নতুন বিধিনিষেধ ঘোষণা করছে রাজ্য সরকার । রবিবার থেকে আগামী 15 দিন রেলের পাশাপাশি সমস্ত গণপরিবহণ ব্যবস্থা যেমন, বাস, ট্যাক্সি, অটো এমনকি ফেরি সার্ভিস চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । মুখ্যসচিবের এই ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে । তাহলে কিভাবে টিকাকরণ কর্মসূচি চলবে । সাধারণ মানুষ কীভাবে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত পৌঁছাবে?