পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লকডাউনের মধ্যেও চলবে টিকাকরণ, টিকাকেন্দ্রে পৌঁছানোর দায়িত্ব প্রাপকের

শনিবার দুপুর 12টায় সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা সংক্রমণ আটকাতে নতুন বিধিনিষেধ ঘোষণা করছে রাজ্য সরকার ।

Vaccination will continue even during the lockdown it is the responsibility of the recipient to reach the vaccination center
লকডাউনের মধ্যেও চলবে টিকাকরণ, টিকাকেন্দ্রে পৌঁছানোর দায়িত্ব প্রাপকের

By

Published : May 15, 2021, 6:14 PM IST

কলকাতা, 15 মে : লকডাউনের মধ্যেও টিকাকরণ প্রক্রিয়া চালু থাকবে । নবান্নের তরফে একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল । তবে সাধারণ মানুষ টিকাকেন্দ্রে কীভাবে পৌঁছবে তার দায়িত্ব নিজেদের নিতে হবে । উল্লেখ্য, করোনা সংক্রমণে লাগাম টানতে রবিবার থেকে 15 দিনের জন্য প্রায় লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার ।

এ দিন অর্থাৎ, শনিবার দুপুর 12টায় সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা সংক্রমণ আটকাতে নতুন বিধিনিষেধ ঘোষণা করছে রাজ্য সরকার । রবিবার থেকে আগামী 15 দিন রেলের পাশাপাশি সমস্ত গণপরিবহণ ব্যবস্থা যেমন, বাস, ট্যাক্সি, অটো এমনকি ফেরি সার্ভিস চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । মুখ্যসচিবের এই ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে । তাহলে কিভাবে টিকাকরণ কর্মসূচি চলবে । সাধারণ মানুষ কীভাবে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত পৌঁছাবে?

আরও পড়ুন: জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত

এই প্রশ্নের উত্তর অবশ্য দিয়েছে নবান্ন । রাজ্যের শীর্ষ প্রশাসনিক দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, লকডাউনের মধ্যেও টিকাকরণ কর্মসূচি চলবে । এ ক্ষেত্রে সাধারণ মানুষকে গাড়ি ভাড়া করে টিকাকরণ কেন্দ্রগুলিতে পৌঁছতে হবে । অন্যদিকে, স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের জন্য অফিস বা হাসপাতালগুলি নিজস্ব গাড়ির ব্যবস্থা করবে ৷ তাতেই যাতায়াত করবেন স্বাস্থ্যকর্মীরা । কারণ মানুষ চাইলে হেঁটে কিংবা সাইকেল ও বাইকে টিকাদান কেন্দ্রে যেতে পারেন । তাতে কোনও বিধি-নিষেধ করা হবে না ৷

ABOUT THE AUTHOR

...view details