বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল UPSC। বিজ্ঞপ্তি অনুসারে, মোট শূন্যপদ রয়েছে 9টি। অ্যাসিস্টেন্ট লাইব্রেরিয়ান অ্যান্ড ইনফর্মেশন অফিসার, সায়েনটিস্ট 'B', সায়েনটিস্ট 'C', রিসার্চ অফিসার ও অ্যাসিস্টেন্ট সেক্রেটারি (আইন) পদে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন জানানো যাবে 30 জুলাই পর্যন্ত।
আসন সংখ্যা :
- অ্যাসিস্টেন্ট লাইব্রেরিয়ান অ্যান্ড ইনফর্মেশন অফিসার পদে নিয়োগ হবে 3টি আসনে
- সায়েনটিস্ট 'B' পদে নিয়োগ হবে 1টি আসনে
- সায়েনটিস্ট 'C' পদে নিয়োগ হবে 3টি আসনে
- রিসার্চ অফিসার পদে নিয়োগ হবে 1টি আসনে
- অ্যাসিস্টেন্ট সেক্রেটারি (আইন) পদে নিয়োগ হবে 1টি আসনে
শিক্ষাগত যোগ্যতা:
- অ্যাসিস্টেন্ট লাইব্রেরিয়ান অ্যান্ড ইনফর্মেশন অফিসার পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে।
- সায়েনটিস্ট 'B' পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজি-তে Msc ডিগ্রি থাকতে হবে।
- সায়েনটিস্ট 'C' পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিয়োলজি/ হাইড্রোলজি-তে Msc ডিগ্রি থাকতে হবে।
- রিসার্চ অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সোশিয়োলজি/অঙ্ক/সোশাল ওয়ার্ক/অর্থনীতি/ ভূগোলে Msc ডিগ্রি থাকতে হবে।
- অ্যাসিস্টেন্ট সেক্রেটারি (আইন) পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।