পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লাইভ আপডেট : কলকাতায় 130 কিলোমিটার প্রতি ঘন্টায় বইতে পারে ঝোড়ো হাওয়া - বিপর্যয় মোকাবিলা দপ্তর

Update of Cyclone Amphan
সাইক্লোন আমফান

By

Published : May 19, 2020, 1:40 PM IST

Updated : May 19, 2020, 6:13 PM IST

17:57 May 19

ধীরে ধীরে রাজ্যে প্রবেশ করছে সাইক্লোন আমফান ৷ 20 মে বিকেলে অথবা সন্ধ্যের দিকে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করবে । আমফানের গতিপথ ও যাবতীয় আপডেট একনজরে-

দিঘায় শুরু হল বৃষ্টি ৷ বইছে ঝোড়ো হাওয়াও ৷

17:23 May 19

কলকাতা ও সংলগ্ন অঞ্চলে আগামীকাল বাজার ও সমস্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল আবহাওয়া দপ্তর ৷ 

17:21 May 19

কাল বিকেলে আমফান আছড়ে পড়ার পর কলকাতা সহ সংলগ্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ 110 থেকে 130 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ৷ 

17:18 May 19

আগামীকাল সকাল থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগণা, হাওড়া ও হুগলির বিস্তীর্ণ অঞ্চলে ৷ এছাড়াও নদীয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷

17:16 May 19

সর্বোচ্চ সতর্কতা জারি করা হল হুগলি ও সাগরদ্বীপ বন্দরে ৷

17:15 May 19

বায়ুসেনাকে প্রস্তুত থাকতে নির্দেশ NDRF-এর ৷

16:27 May 19

কলকাতায় 120 কিলোমিটার প্রতি ঘন্টায় বইতে পারে ঝোড়ো হাওয়া ৷

16:24 May 19

দক্ষিণ 24 পরগণা জুড়ে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি ৷ উপকূলবর্তী এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ 

13:27 May 19

পারাদ্বীপের কাছে অবস্থান করায় আজ সকাল থেকে ওড়িশা উপকূলে ঝড়- বৃষ্টি শুরু হয়েছে । আজ দুপুরের পর থেকে কলকাতায় ঝড়-বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে । 

13:27 May 19

বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে পূর্ব মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের জন্য প্রচুর পরিমাণে ত্রিপল ও শুকনো খাবার জমা করা হয়েছে । আপাতত সব সরঞ্জাম জেলাশাসকের অফিসের সামনে মজুত করে রাখা হয়েছে । এরপর তা জেলা উপকূলের বিভিন্ন জায়গায় পাঠানো হবে । 

13:26 May 19

দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর । নম্বরগুলি হল 1070 এবং 9073939804 ।

13:26 May 19

ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় কলকাতা পৌরনিগমে খোলা হয়েছে কন্ট্রোলরুম । আগামী দুদিন 24 ঘণ্টার জন্য এই কন্ট্রোল রুম খোলা থাকবে । কন্ট্রোল রুমের নম্বরটি হল 2286 1212 ।

13:26 May 19

সুন্দরবনের নদী সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই মাইকিং শুরু হয়েছে । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-র কর্মীরা ইতিমধ্যেই সুন্দরবনের হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির নানা এলাকায় পৌঁছে গিয়েছেন। গ্রামে গ্রামে সতর্কতা জারি করা হয়েছে । নদীতে মাছ ধরার উপরও সর্তকতা জারি করা হয়েছে ।

13:26 May 19

দিঘায় শুরু হয়েছে জলোচ্ছ্বাস ৷ দিঘার আশপাশের কয়েকটি গ্রামের মানুষজনকে সরিয়ে নিয়ে আসা হয়েছে আয়লা সেন্টারগুলিতে । 

13:26 May 19

আমফানের মোকাবিলায় উপকূলবর্তী তিনটি স্বাস্থ্য জেলা-সহ মোট 10টি জেলায় কন্ট্রোল রুম চালু ৷

13:25 May 19

আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের এই সাতটি জেলায় ঝড়- বৃষ্টি শুরু হয়ে যাবে ।  60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার বইতে পারে । আগামীকাল সকাল থেকেই হাওয়ার গতিবেগ বৃদ্ধি পাবে উপকূলবর্তী জেলাগুলিতে । 

13:25 May 19

আগামীকাল বিকেল থেকে সন্ধের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে আমফান । ওই সময় ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে 155 থেকে 165 কিলোমিটার পর্যন্ত । হাওয়ার গতিবেগ সর্বোচ্চ 180 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে । 

13:25 May 19

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ছ'ঘণ্টায় সামান্য দুর্বল হতে পারে আমফান । 

11:51 May 19

Live page on Cyclone

আপাতত পশ্চিম- মধ্য ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে আমফান । দিঘা থেকে 670 কিলোমিটার দূরে দক্ষিণ ও দক্ষিণ -পশ্চিম দিকে অবস্থান করছে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে দক্ষিণ ও দক্ষিণ- পশ্চিম দিকে 800 কিলোমিটার দূরে অবস্থান করছে ।

Last Updated : May 19, 2020, 6:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details