কলকাতা, 6 মে : বেহালার বীরেন রায় রোডের মা মঙ্গলচণ্ডী ভবনে শুক্রবার সন্ধ্যায় পা-রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাও নৈশভোজে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এটি আর অন্য কোথাও নয়, স্বয়ং প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি (Amit Shah will go to Sourav Ganguly house for dinner) ৷ আর অমিত শাহের মহারাজের বাড়িতে নৈশভোজের এই আসর নিয়েই জল্পনা তুঙ্গে ৷ কিন্তু, এ নিয়ে স্বয়ং মহারাজের কী বক্তব্য ? তিনি জানালেন, বহু কথা রটে ৷ কিন্তু, শাহের সঙ্গে তাঁর পরিচয় বহুদিনের ৷ সেই 2008 সাল থেকে ৷ তাই তাঁর আমন্ত্রণ গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷
কিন্তু, এই নৈশভোজের আমন্ত্রণে কোনও রহস্য কী সত্যিই নেই ? যে প্রশ্নের উত্তর কৌশলে ‘বাপি বাড়ি যা’ স্টাইলে প্রতিবার এড়িয়ে গেলেন সৌরভ ৷ শুধু বললেন, ‘‘উনি আসবেন ৷ নৈশভোজের আমন্ত্রণ গ্রহণ করেছেন ৷ কিন্তু, দেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্বের তাঁর বাড়িতে হঠাৎ আগমনের কারণ কী ? জবাব- ‘‘বহু কথা রটে ৷ আমার সঙ্গে বহুদিনের আলাপ ৷ 2008 সাল থেকে ৷ খেলার সময় মাঝে মধ্যে দেখা হত ৷ কিন্তু, খুব একটা নয় ৷ কারণ আমি বাইরে বাইরে থাকতাম ৷ এর বেশি কিছু নয় ৷