পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিশ্বযুদ্ধে শহিদদের স্মৃতিতে "স্মরণে রবিবার" পালিত

দুই বিশ্বযুদ্ধে যারা শহিদ হয়েছেন, তাঁদের স্মৃতির উদ্দেশে স্মরণে রবিবার পালিত হয় । আগে এর নাম ছিল "যুদ্ধবিরতি দিন" ।

Remembrance Sunday at Maidan
কলকাতায় বিশ্বযুদ্ধে শহিদদের স্মৃতিতে 'স্মরণে রবিবার' পালিত

By

Published : Nov 8, 2020, 10:18 PM IST

কলকাতা, 8 নভেম্বর : শহরে পালিত হল "স্মরণে রবিবার" । ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের তরফে আজ ময়দানে এই বিশেষ দিনটি পালন করা হয় । দুই বিশ্বযুদ্ধে যারা শান্তি ও স্বাধীনতার জন্য শহিদ হয়েছেন তাঁদের শ্রদ্ধা জানাতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটি "যুদ্ধবিরতি দিন" হিসেবে পালিত হত । কিন্তু পরে তা "স্মরণে রবিবার" হিসেবে পালন করা হয় । আজ ময়দানের অনুষ্ঠানে প্রথমে দু'মিনিটের নীরবতা পালন করা হয় । ব্রিটেনে এই দিনে পপি ফুল পোশাকের সঙ্গে লাগিয়ে অনেকে শ্রদ্ধা জানান । প্রথম বিশ্বযুদ্ধের সময় পপি ফুল যুদ্ধক্ষেত্রে ফুটেছিল । সেকারণে বিশ্বযুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানাতে এই ফুলকে স্মৃতিচিহ্ন হিসেবে পরা হয় ।

ময়দানে 'স্মরণে রবিবার' অনুষ্ঠান

কলকাতায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার নিক লো ব্রিটেন থেকে ফোনে বলেন, "আমরা যাতে ভালো থাকি তার জন্য যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের আজকের দিনে স্মরণ করা হয় । ব্রিটেন ও ভারতের বিভিন্ন শহরে আমরা একযোগে এই দিনটি পালন করছি ।"

'স্মরণে রবিবার' অনুষ্ঠানে ইয়েমি ওদানি

কলকাতায় ব্রিটিশ ডেপুটি হেড অফ মিশন ইয়েমি ওদানি বলেন, "যাঁরা স্বাধীনতা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য যুদ্ধে প্রাণ দিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানানো হচ্ছে । তাঁদের কোনওদিনই ভোলা যাবে না ।" আজকের অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে প্রতিনিধি, ভারতীয় সশস্ত্র বাহিনী, বায়ু সেনা, নৌ সেনা, কলকাতা পুলিশ, কলকাতায় বিদেশি দূতাবাসের প্রতিনিধি ও অন্যরা উপস্থিত ছিলেন । শহিদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ওদানি ।

ABOUT THE AUTHOR

...view details