কলকাতা,23 জুলাই: কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন CITU রাজ্য সম্পাদক অনাদি সাহু। তাঁর স্ত্রীও কোরোনা রোগে আক্রান্ত হয়েছেন। তাছাড়াও প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি ছিলেন চিকিৎসক তথা CPI(M) কর্মী ফুয়াদ হালিম।
কোরোনায় আক্রান্ত অনাদি সাহু, অসুস্থ ফুয়াদ হালিম - Kolkata
কোরোনা আক্রান্ত হলেন CITU রাজ্য সম্পাদক অনাদি সাহুের পাশাপাশি তাঁর স্ত্রীও কোরোনা পজ়়িটিভ। তাছাড়া CPI(M)-এর নেতা ফুয়াদ হালিমও অসুস্থ ।
জানা গেছে,গত কয়েকদিন ধরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে শ্রমিক নেতা অনাদি সাহুয়ের। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও যথেষ্ট উদ্বেগজনক অবস্থায় রয়েছেন অনাদি সাহু এবং তাঁর স্ত্রী। কাজের সূত্রে তাদের একমাত্র পুত্র সন্তান শহরের বাইরে থাকেন। গত সাত দিন তিনি পার্টির যে সমস্ত সংগঠনের সদরদপ্তরে গিয়েছিলেন সেই জায়গা গুলি জীবাণুনাশকের কাজ চলছে। চিকিৎসকরা জানিয়েছেন অনাদি সাহুর অবস্থা স্থিতিশীল। ফুসফুসের সমস্যা রয়েছে। অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। চিকিৎসকেরা আরও 14 দিন তাঁকে এবং তাঁর স্ত্রীকে বিশেষ পর্যবেক্ষণে রাখতে চান। তবে, 24 ঘন্টায় নতুন করে জ্বর না এলেও শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রয়াত প্রাক্তন অধ্যক্ষ হাসিম আবদুল হালিমের পুত্র CPI(M)-এর নেতা ফুয়াদ হালিমের অবস্থারও বিশেষ উন্নতি হয়নি। তাঁর পরিবার সূত্রে জানানো হয়েছে, বিভিন্ন জায়গায় চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন ফুয়াদ হালিম। ফুয়াদ হালিমের জ্বর না থাকলেও, শ্বাসকষ্ট রয়েছে। সেই সঙ্গে অন্যান্য শারীরিক সমস্যা থাকায় চিকিৎসকেরা তাকেও বিশেষ পর্যবেক্ষণে রাখেছেন। তাঁর কিড ট্রিটের বাড়িতে জীবাণুনাশকের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।