কলকাতা, 20 অগস্ট : গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) আজ, শনিবার আসানসোল আদালতে প্রবেশের সময় দাবি করেন, ‘‘সিবিআই-কে 100 শতাংশ সহযোগিতা করছি । আমার কোনও বেনামি সম্পত্তি নেই ।’’ তাঁর এই দাবিকে সঠিক বললেন রাজ্যের মন্ত্রী তৃণমূলের (Trinamool) বর্ষীয়ান নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।
অনুব্রতকে গ্রেফতারের পর প্রায় 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাতিল করেছে সিবিআই (CBI) ৷ শুক্রবার বীরভূমের একটি রাইসমিলে হানা দেয় ৷ সেই রাইস মিলের মালিকানাও অনুব্রতর কন্যা ও প্রয়াত স্ত্রীর নামে বলে অভিযোগ ৷ বিরোধীদের দাবি, আগামিদিনে অনুব্রতর আরও বেনামি সম্পত্তি মিলবে ৷
কিন্তু ফিরহাদ হাকিম বলেন, ‘‘ঠিক এটা প্রমাণ হবে ৷ এটা প্রমাণ হবে । একটু অপেক্ষা করুন এটা প্রমাণ হবে । যারা আমাদের উপরে কুৎসা ছড়াচ্ছে, তাদের মুখে ছাই মাখা হবে ।’’