কলকাতা, 15 জুন : তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন মুকুল রায় ৷ সম্প্রতি পার্থ চট্টোপাধ্য়ায়ের মাতৃবিয়োগ হয়েছে ৷ সেই কারণে মুকুল রায় সেখানে যান ৷ তাঁর সঙ্গে ছিলেন ছেলে শুভ্রাংশুও ৷ বেশ কিছুক্ষণ তিনি সেখানে ছিলেন ৷
মুকুল রায় সম্প্রতি ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন ৷ তার পর এই প্রথম তিনি দলের কোনও নেতার বাড়িতে উপস্থিত হলেন ৷ এর আগে অবশ্য একদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন ৷ তবে সেই বৈঠক ছিল রাজনৈতিক ৷ আর মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিল সৌজন্য সাক্ষাৎ ৷
আরও পড়ুন :পিকে-আইপ্যাকের জোড়াফলায় মোদিকে হারানোর পরিকল্পনা কষছে মমতার দল
যদিও রাজনৈতিক মহল মনে করছে যে এই সাক্ষাৎ আপাতভাবে সৌজন্যের হলেও এর মধ্যে সম্পর্কের মেরামতির উদ্যোগ রয়েছে ৷ কারণ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর মুকুল রায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বাকযুদ্ধ হত বেশি ৷ সেই সময় একদিক থেকে তৃণমূলের হয়ে মুকুল রায়ের বিরুদ্ধে বাক্যবাণ ছুড়তেন পার্থ চট্টোপাধ্যায় ৷ উল্টোদিক থেকে পার্থকে নানা কটাক্ষ করতেন মুকুল রায় ৷