কলকাতা, 16 সেপ্টেম্বর:তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) সমকামিতা নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে (Transgenders Protest)। এ বার এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়ে পথে নামল এলজিবিটিকিউ বা সমকামী, রূপান্তরকামী-সহ তৃতীয় লিঙ্গের সংগঠন । আজ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান করে এবং ডেপুটেশন জমা দেয় (Transgender community protests Kunal Ghosh comment)।
তাঁদের অভিযোগ, গত 13 সেপ্টেম্বর একটি সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সমকামিতা নিয়ে যে মন্তব্য করেছেন তা একবারেই কাম্য নয় । সংগঠনের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হয় । সুপ্রিম কোর্ট তাদের আইনি বৈধতার পক্ষে মত দেওয়ার পরও রাজ্যের এক রাজনৈতিক দলের মুখপাত্র এই ধরনের উক্তি কী করে করেন সেই প্রশ্ন তুলে অবিলম্বে কুণাল ঘোষকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছে এই সংগঠন ৷