1. রাজ্যে শ্রমিকদের ফেরানো নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
ভিনরাজ্য থেকে শ্রমিকরা ফেরার পর কোরোনা আক্রান্তের সংখ্যা প্রায় 25 শতাংশ বেড়েছে ৷ যা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
2. প্রয়াত ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী
প্রয়াত ছত্তিশগড়ের প্রথম মুখ্য়মন্ত্রী অজিত যোগী । তাঁর বয়স হয়েছিল 74 বছর । 9 মে গুরুতর অসুস্থতা নিয়ে রায়পুরের এক বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি । আজ বিকেলে মৃত্যু হয় তাঁর।
3. IPS থেকে মুখ্যমন্ত্রী ; একনজরে অজিত যোগীর জার্নি
মেধাবী ছাত্র ছিলেন । 1998 সালে তিনি রায়গড় কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন । ছত্তিশগড় রাজ্য গঠিত হওয়ার পর সেখানকার প্রথম মুখ্যমন্ত্রীর দায়িত্বভার সামলেছিলেন ।
4. মুর্শিদাবাদে গ্রেপ্তার জামাত-উল মুজা়হিদিন ইন্ডিয়ার জঙ্গি নেতা
মুর্শিদাবাদের সুতি থেকে গ্রেপ্তার জামাত-উল মুজা়হিদিন ইন্ডিয়ার শীর্ষ জঙ্গি নেতা ৷ ধৃতের নাম আবদুল করিম ওরফে বড় করিম ৷
5. অমিত শাহর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, আগামীকালই লকডাউন নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা
লকডাউনের মেয়াদ কী বাড়বে ? বাড়লেও কী কী নির্দেশিকা জারি করা হতে পারে ? তা নিয়ে আগামীকালই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে ।