1. 94টি পৌর এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক : স্বরাষ্ট্রসচিব
ঘূর্ণিঝড় আমফান রাজ্যে আছড়ে পড়ার পর এক সপ্তাহ কেটে গিয়েছে ৷ কলকাতা ও বিভিন্ন জেলার বহু জায়গায় বিদ্যুৎ ও জলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন সাধারণ মানুষ ৷
2. বাংলাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে আরও সেনা মোতায়েন প্রয়োজন, মোদিকে চিঠি অধীরের
আমফানের জেরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে স্বাভাবিক করতে আরও সেনাবাহিনী মোতায়নে প্রয়োজন । আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে একথা জানান অধীর চৌধুরি ।
3. স্বাভাবিক ছন্দে ফিরেছে কলকাতার বেশ কয়েকটি এলাকা
নবান্ন ও কলকাতা পৌরনিগম সূত্রে খবর শহরের বেশ কয়েকটি এলাকায় পরিস্থিতি স্বাভাবিক । জল পরিষেবায় যে সমস্য়া ছিল তা দ্রুত মিট যাবে । আজ রাতের মধ্যেই শহরের পথঘাট পরিষ্কার হয়ে যাবে ।
4. মোদি সরকারের দ্বিতীয় পর্বের প্রথম বর্ষপূর্তি উদযাপন হবে অনলাইনে
2019 সালে 30মে দ্বিতীয়বার কেন্দ্রের ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি । এই বছর 30মে থেকে সেই উদযাপন শুরু হবে । ডিজিটালি উদযাপন হবে মোদি সরকারের দ্বিতীয় পর্যায়ের প্রথম বর্ষপূর্তি ৷
5. লকডাউন ব্যর্থ, ফল ভুগছে দেশ : রাহুল গান্ধি
রাহুল গান্ধি বলেন, "প্রধানমন্ত্রী যেমন চেয়েছিলেন, চার দফা লকডাউনে তা পাওয়া যায়নি । আমরা চাই, এই পরিস্থিতিতে সরকারের পরবর্তী পদক্ষেপ কী তা জানতে ।"