কলকাতা, 26 মার্চ : অনেক আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। জোরকদমে চলছে প্রচার। বাকি রয়েছে শুধু ইস্তেহার প্রকাশ। সূত্রের খবর, আগামীকাল ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্তেহার প্রকাশ করবেন।
আগামীকাল ইস্তেহার প্রকাশ তৃণমূলের - manifesto
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল ইস্তেহার প্রকাশ করবেন। বাংলা, হিন্দি, ইংরেজির সঙ্গে অলচিকি,অসমিয়া, উর্দু একাধিক ভাষায় প্রকাশিত হবে ইস্তেহার।
কোনও বিশেষ ইশু নয়, এবার মূলত উন্নয়নকে সামনে রেখেই নির্বাচনী লড়াইতে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেভাবেই তৈরি করা হয়েছে ইস্তেহার। শুধু প্রতিশ্রুতিই লিপিবদ্ধ থাকবে না ইস্তেহারে। বর্তমান রাজ্য সরকারের বিগত দিনের উন্নয়নমূলক কাজের কথারও উল্লেখ থাকবে সেখানে। সূত্রের খবর, দুটি ভাগে ভাগ করা হয়েছে এই ইস্তেহারকে। একটি ভাগে থাকছে গত ৭ থেকে ৮ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হওয়া রাজ্যের উন্নয়নের খতিয়ান। সেখানে উল্লেখ থাকছে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা। পাশাপাশি থাকবে কৃষি, শিল্প, পরিকাঠামো বিভিন্ন ক্ষেত্রে কীভাবে বাংলা এগিয়েছে সেই তথ্য।
আরেকটি ভাগে থাকছে কেন দেশে পরিবর্তন চাই, মোদি সরকারের আমলে দেশে কোন কোন ক্ষেত্রে অবনমন ঘটেছে তার বিস্তারিত উল্লেখ ও তথ্য। কেন্দ্রে সরকার পরিবর্তন হলে সেই সরকারের সঙ্গে তৃণমূল থাকলে মানুষের জন্য কী কী করতে পারবে? বাংলায় যে সব প্রকল্প সফল হয়েছে সেটা সারা দেশে কীভাবে বাস্তবায়ন করা সম্ভব? প্রথমবার একাধিক ভাষায় প্রকাশিত হবে তৃণমূলের ইস্তেহার। বাংলা, হিন্দি, ইংরেজির সঙ্গে অলচিকি,অসমিয়া, উর্দু একাধিক ভাষায় তা প্রকাশিত হবে।